ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

চলতি দায়িত্বের পরিপত্র ২০২৫ । অতিরিক্ত দায়িত্বভার ভাতা পালনের জন্য কার্যভার ভাতা কত টাকা?

সরকারি কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব পালনের জন্য কার্যকরভাতা প্রদান সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। কার্যভার ভাতা ১৯৮২ সাল হতে চালু রয়েছে। নতুন হার ২৭-২-২০১৮ হতে কার্যকর। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ২২ অনুযায়ী ১৫০০ টাকা কার্যভারভাতা প্রাপ্য। নিজ পদের নিচের পদে দায়িত্বে দিয়ে প্রাপ্য হবেন না। উচ্চতর পদে চলতি দায়িত্বে থাকলে প্রাপ্য হবেন। এটির বরাদ্দ না থাকলে মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনলে প্রাপ্ত হবেন-চলতি দায়িত্বের পরিপত্র ২০২৫ 

সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়? অতিরিক্ত দায়িত্বের জন্য ১০% হারে বা সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত ভাতা পাওয়া যায়। এটি মূল বেতনের উপর নির্ভর করে এবং নির্দিষ্ট গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের জন্য প্রযোজ্য। কোনো অবস্থাতেই মূল পদের চেয়ে নিম্ন গ্রেডে অতিরিক্ত দায়িত্বে এই ভাতা পাওয়া যায় না।


চলতি দায়িত্বের পরিপত্র

 

চলতি দায়িত্ব প্রদানের নীতিমালা, অতিরিক্ত দায়িত্ব ভাতা, চলতি দায়িত্বের পরিপত্র, অতিরিক্ত দায়িত্ব অফিস আদেশ, দায়িত্ব ভাতা বিধি, চলতি দায়িত্ব এর ইংরেজি, চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব কি, উপজেলা পরিষদের অতিরিক্ত দায়িত্ব ভাতার খাত,

অতিরিক্ত দায়িত্বভার ভাতা /চলতি দায়িত্ব পালনের জন্য কার্যভার ভাতা প্রদান বিস্তারিত জানতে পরিপত্র দেখুন: ডাউনলোড

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

6 thoughts on “চলতি দায়িত্বের পরিপত্র ২০২৫ । অতিরিক্ত দায়িত্বভার ভাতা পালনের জন্য কার্যভার ভাতা কত টাকা?

  • Если вы хотите создать несколько аккаунтов на Алиэкпсресс, но не знаете, как это правильно сделать, чтобы их не заблокировали, читайте статью здесь.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *