বদলিজনিত ভ্রমণ বিল তৈরির ক্ষেত্রে প্রথমেই ভ্রমণ বৃত্তান্ত তৈরি করে নিতে হবে – ভ্রমণ বৃত্তান্ত অনুসারে টিএ/ডিএ বিল তৈরি করতে হবে – বদলিজনিত ভ্রমণ বিল তৈরির নতুন নিয়মে ২০২২

ভ্রমণ বিবরণী বা বৃত্তান্ত কি? – ভ্রমণ বৃত্তান্ত হচ্ছে ভ্রমনের যাত্রা শুরুর স্থান হতে গন্তব্য পর্যন্ত কিভাবে এবং কোন কোন বাহনে কত কি:মি: দূরত্ব পারি দিয়েছেন তা উল্লেখ থাকবে। কোন সময় হতে কোন সময়ে কোন স্থানে ভ্রমণটি করেছেন তা উল্লেখ করতে হবে। ভ্রমনের বৃত্তান্ত তৈরির ক্ষেত্রে তারিখ, সময়, বাহন, দূরত্ব ইত্যাদি উল্লেখ থাকতে হবে। বদলিজনিত ভ্রমনের ক্ষেত্রে একা ভ্রমণ করেছেন নাকি পরিবার নিয়ে সেটি বিবেচ্য হইবে। একা ভ্রমনের ক্ষেত্রে ১টি ভ্রমণ ভাতা এবং পরিবার সহ ভ্রমনের ক্ষেত্রে ৪টি ভ্রমণ ভাতা প্রাপ্য। ভ্রমণ ভাতা দূরত্ব অনুসারে হিসাব করা হবে। ভ্রমণ বৃত্তান্ত নমুনা দেখুন: ডাউনলোড

Transfer Travelling Allowance 2022– বদলিজণিত ভ্রমণ বিল অন্যান্য ভ্রমণ বিল বা টিএ /ডিএ বিলের মত নয়। বদলিজনিত ভ্রমণ বিলের ক্ষেত্রে কোন দৈনিক ভাতা হয় এবং সেখানে প্যাকিং চার্জ, নির্ধারিত বা ফিক্সড হার ধরতে হয়। পরিবার সহ যাতায়াত বিল হিসাব করতে হয়। ভ্রমণ বিল তৈরির ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি মাথায় আনতে হবে তা হলো কোন শ্রেনী বা ক্যাটাগরির কর্মচারী তা নির্ণয় করতে হবে। কত জন ভ্রমণ করেছেন বা একা ভ্রমণ করেছেন কিনা তা নির্ধারণ করতে হবে। তাই প্রথমে একটি ভ্রমণ বিবরণী তৈরি করে ফেলুন অতপর বিল তৈরি করুন। আসুন একটি বাস্তবসম্মত উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিস্কার হওয়া যাক। TA DA bill form download । টিএ/ডিএ বিল ফরম সংগ্রহ করুন

জনাব আব্দুল জলিল একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী ১৭ গ্রেডের নিরাপত্তা প্রহরী, ১৭৮২০ টাকা মূল বেতনে যুব উন্নয়নে চাকরি করেন। তাকে ঢাকা হতে যশোর বদলি করা হয়েছে। পরিবার (ছেলে মেয়ে এবং স্ত্রী) সহ তিনি বদলিকৃত কর্মস্থলে ৭ দিন ট্রানজিট কাটিয়ে যোগদান করলেন ভ্রমণ বিবরণী সহ একটি বদলি জনিত ভ্রমণ বিল তৈরি কর। সরকারি কর্মচারীদের বদলিজনিত ভ্রমণ বিবরণী নমুনা ২০২২

নতুন নিয়মে বদলিজনিত টিএ বিল তৈরির নিয়ম ২০২২ /পুরাতন ভ্রমণ বিল ফর্মেই টিএ ডিএ বিল তৈরি করা যাবে

পাইলট বেসিসে অনলাইনে ভ্রমণ বিল দাখিল করা যাচ্ছে। সারাদেশে উন্মুক্ত না হওয়া পর্যন্ত ম্যানুয়ালী ভ্রমণ বিল তৈরি করতে হবে। নিচের একটি নমুনার জন্য ভ্রমণ বিল তৈরি করা যেতে পারে। একা ভ্রমণের ক্ষেত্রে বদলিজনিত ভ্রমণ বিল তৈরি করা হয়েছে। বদলিজনিত ভ্রমণ বিল | ভ্রমণ বিল তৈরির নতুন নিয়ম ২০২২

ভ্রমণ ভাতা বিধি ২০২২ । দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ। ০১-১০-২০২২ তারিখ হতে কার্যকর। TA DA New form 2022 । ভ্রমণ বিল ফর্ম ডাউনলোড করুন

ভ্রমণ বিল তৈরির নিয়ম ২০২২ । একা ভ্রমণের ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচনা করা হবে

  1. প্রথমত প্রস্থান অফিস হতে গন্তব্য পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হবে।
  2. দূরত্ব অবশ্যই ম্যাটিক্স পদ্ধতি বা গুগল ম্যাপ ব্যবহার করে নির্ণয় করতে হবে। TA Distance Calculator । নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক ২০২২
  3. মূল বেতন বা গ্রেড অনুসারে ক্যাটাগরি নির্ণয় করে ভ্রমণ ভাতা একটি দাবী করতে হবে।
  4. বদলিজনিত মালামাল পরিবহন হিসেবে ফিক্সড ব্যয় ক্যাটাগরি অনুসারে প্রাপ্য হইবে।
  5. ক্যাটাগরি অনুসারে বদলিজনিত পরিবহন ব্যয় দাবী করতে হবে।

প্যাকিং চার্জ, পরিবহন খরচ এবং বাস ভাড়া কি পাওয়া যাবে না?

না। প্যাকিং চার্জ বলতে কিছু নেই। এখন ফিক্স ব্যয় এবং কি:মি: অনুসারে মালামাল পরিবহন ব্যয় পাওয়া যাবে। আগের মত প্রতি ১০০ কেজির জন্য ২ টাকা/কি:মি: সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। ক্যাটাগরি অনুসারে ও দূরত্ব ভেদে রেট নির্ধারণ করা হয়েছে সেটি প্রযোজ্য হইবে। ৫টি বাস ভাড়া বা টিকিট সেটিও উঠিয়ে দেয়া হয়েছে। এখন কি: মি: অনুসারে একটি ভ্রমণ ভাতা একক এবং পরিবারসহ ৪টি ভ্রমণ ভাতা যা দূরত্ব ও ক্যাটাগরি অনুসারে হার ধরে হিসাব করতে হবে।

বি:দ্র: জানুয়ারি/২৩ থেকেই অনলাইনে ভ্রমণ বিল দাখিল করা যাবে।

সরকারি কর্মচারীর বদলি জনিত ভ্রমণ বিল হিসাব করার নিয়ম ২০২২

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

3 thoughts on “TA Bill For Transfer 2022 । বদলিজনিত ভ্রমণ বিল তৈরির নতুন নিয়ম ২০২২

  • আসসালামু আলাইকুম,
    আমি আমার বিগত কর্মস্থল থেকে ছাড়প্ত্র নিই ৩১/৭/২০২২ এবং বর্তমান কর্মস্থলে যোগদান করি ৮/৮/২০২২ তারিখে।
    এমতাবস্থায় মধ্যবর্তি ৭ দিন ( যোগদানকাল) এর এসি আর কোন জায়গা থেকে নিব?

    অগ্রিম ধন্যবাদ

  • পরবর্তী কর্মস্থল হতে নিবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *