জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অভিযোগ গ্রহণকারী (পদবী) জনাব প্রবীর কুমার সরকারকে নিজস্ব অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট “ডিগ্রী পাস (বি.এ)” নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অধ্যয়নের ভূতাপেক্ষ অনুমতি প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
১ কারওয়ান বাজার, টিসিবি ভবন (৮ম তলা), ঢাকা।
www.dncrp.gov.bd
স্মারক নম্বর: ২৬.০৪.০০০০.১০৮.৯৯.১০১.১৮.৮৬৪; তারিখ: ২৭ নভেম্বর ২০১৮
বিষয়: ডিগ্রী পাস (বি.এ) অধ্যয়নের অনুমতি।
সূত্র: অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অভিযোগ গ্রহণকারী জনাব প্রবীর কুমার সরকারের ১২ নভেম্বর ২০১৮ তারিখের আবেদন পত্র। (অভিযোগ পত্র নয়)
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অভিযোগ গ্রহণকারী (পদবী) জনাব প্রবীর কুমার সরকারকে নিজস্ব অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট “ডিগ্রী পাস (বি.এ)” নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অধ্যয়নের ভূতাপেক্ষ অনুমতি প্রদান করা হলো:
ক) এ অধ্যায়নের জন্য দাপ্তরিক কাজ বিঘ্নিত করা যাবে না।
খ) সরকারের অর্থিক সুবিধা দাবি করা যাবে না।
গ) পদায়ন/বদলি পরিবর্তন বা স্থগিত করা উদ্যোগ নেয়া যাবে না।
ঘ) বিশ্ববিদ্যালয় বা কোর্স পরিবর্তন করা যাবে না।
ঙ) সরকার যে কোন সময় কোন কারণ উল্লেখ ব্যতিরেকেই এ অনুমতি প্রত্যাহার করা পারবে।
(মো: মাগফুর রহমান)
সহকারী পরিচালক (প্রশাসন)
ফোন: ৮১৮৯৪১০
ভূতাপেক্ষভাবে অধ্যয়নের অনুমতি প্রদানের আদেশ (নমুনা): ডাউনলোড