নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কোন ভ্রমণ বা অবস্থানকাল আংশিক বা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত মনে করিলে তিনি উক্ত ভ্রমণ বা অবস্থানকাল আংশিক বা সম্পূর্ণরূপে বাতিল করিবেন।
১। দাবীকৃত ভ্রমণের দূরত্ব যাচাই করিবেন।
২। দাবীকৃত ভাতা বা সড়ক পথে ভ্রমণ ভাতা নির্ধারিত হারে বিধি মোতাবেক দাবি করা হয়েছে কিনা, তাহা যাচাই করিবেন এবং বিধি বর্হিভূত দাবি বাতিল করিবেন।
৩। দৈনিক ভাতার পরিবর্তে পথভাড়া ভাতা গ্রহণের প্রবণতা রোধের জন্য এই সংক্রান্ত দাবি যাচাই করিবেন।
ভ্রমণ ভাতা প্রদানে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার দায়িত্ব ও ক্ষমতা