বাংলাদেশ শ্রম ২০০৬ এর ১০৯ অনুচ্ছেদ মোতাবেক কোন মহিলা শ্রমিককে তাহার বিনা অনুমতিতে কোন প্রতিষ্ঠানের রাত ১০ ঘটিকা হইতে ভোর ৬ ঘটিকা পর্যন্ত কোন কর্তব্য পালন করানো যাবে না।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬
( ২০০৬ সনের ৪২ নং আইন )
[ ১১ অক্টোবর ২০০৬ ]
নবম অধ্যায়
কমর্ঘন্টা ও ছুটিমহিলা শ্রমিকের জন্য সীমিত কর্মঘণ্টা
১০৯। কোন মহিলা শ্রমিককে তাহার বিনা অনুমতিতে কোন প্রতিষ্ঠানে রাত দশ ঘটিকা হইতে ভোর ছয় ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কোন কাজ করিতে দেওয়া হইবে না।
মহিলাদের রাত দশ ঘটিকা হইতে ভোর ছয় ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কোন কাজ করিতে দেওয়া হইবে না: ডাউনলোড