নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

মুদ্রাক্ষরিক (মন্ত্রণালয়, বিভাগ এবং সংযুক্ত দপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৭৮

Name Of Post: Typist, Minimum Typing Speed: English 28, Bangla 20, Minimum Pass Marks 40% নির্ধারণ করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্থাপন মন্ত্রণালয়

শাখা (বিধি-১)

প্রজ্ঞাপন

ঢাকা, ২৭ শে অগ্রায়ন, ১৩৯৪/১৪ ডিসেম্বর, ১৯৮৭

 

এস,আর,ও ২৮৬-আইন/৮৭ স:ম/বিধি-১/আর-৩০/৮৭-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, উক্ত সংবিধানের ১৪০ (২) অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ কর্মকমিশনের সহিত পরামর্শক্রমে, Typist (Ministries, Divisions and Attached Departments) Recruitment Rules, 1978 এ নিম্নরূপ সংশোধন করিলেন, যথা


উপরিউক্ত Rules এর Schedule এর Part B এর পরিবর্তে নিম্নরূপ Part B প্রতিস্থাপিত হইবে, যথা

Name Of Post: Typist, Minimum Typing Speed: English 28, Bangla 20, Minimum Pass Marks 40%

 

রাষ্ট্রপতির আদেশক্রমে

মো: শামসুল হক চিশতী

সচিব

 

মুদ্রাক্ষরিক (মন্ত্রণালয়, বিভাগ এবং সংযুক্ত দপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৭৮: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *