সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ছুটির ক্ষেত্রে বা সাময়িক বদলির ক্ষেত্রে বাড়ী ভাড়া ভাতা পাইতে পারেন।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটি বা বদলি যাই হোক না কেন বাড়ি ভাড়া প্রাপ্য হউন। বিএসআর -২ এর ১৪ অনুসারে বাড়ী ভাড়া বাবদ খরচ হয়েছে কিনা সে সম্পর্কে প্রত্যয়নপত্র দাখিলের বিধান রয়েছে।

বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-২ এর বিধি-১৪। মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ছুটির ক্ষেত্রে বা সাময়িক বদলির ক্ষেত্রে বাড়ী ভাড়া ভাতা পাইতে পারেন-

(এ) যদি ছুটি বা সাময়িক বদলি মঞ্জুরকারী কর্তৃপক্ষ এই মর্মে প্রত্যয়ন করেন যে, সংশ্লিষ্ট কর্মচারী যে কর্মস্থল হইতে ছুটিতে গিয়াছেন বা বদলি হইয়াছেন, উক্ত কর্মস্থলে অথবা একইরূপ ভাতার বিধান সম্বলিত কর্মস্থলে ছুটি বা সাময়িক বদলি শেষে যােগদান করিবেন; এবং 

(বি) যদি সংশ্লিষ্ট সরকারী কর্মচারী প্রত্যয়ন প্রদান করেন যে,

(i) ভাতা দাবীকালে তাঁহার পরিবার তিনি যে কর্মস্থল হইতে ছুটিতে গিয়াছেন অথবা বদলি হইয়াছেন, উক্ত কর্মস্থলে বসবাসরত আছেন; অথবা 

(ii) ভাতা দাবীকালে তিনি যে উদ্দেশ্যে এই ভাতা দেওয়া হয়, উক্ত উদ্দেশ্যে বাড়ী ভাড়া বাবদ উক্ত ভাতার সম্পূর্ণ অংশ বা একটি সন্তোষজনক অংশ খরচ করিয়াছেন। 

নােট: (এ) এই ব্যয় পরিহার করা সম্ভব ছিল না, এইমর্মে অনুচ্ছেদ- (ii) এর অধীনে সার্টিফিকেট প্রদানের জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে নির্দেশ দিতে পারিবেন। এই সাটিফিকেট প্রদান না করার ক্ষেত্রে ভাতা প্রদান করা যাইবে না।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *