যানবাহন I জ্বালানি সুবিধা । মনিহারি

বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য পুন: নির্ধারণ ২০২৩ । সরকারি যানবাহন ক্রয়ের নির্ধারিত মূল্য কত?

কোন গ্রেডের কর্মকর্তা কত টাকা মূল্যের গাড়ি ব্যবহার করতে পারবেন এবং কত সিসি গাড়ি ব্যবহার করতে পারবেন। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সাধারণত সচিব পর্যায়ের কর্মকর্তা সার্বক্ষণিক কোন সরকারি গাড়ি ব্যবহার সুবিধা পেয়ে থাকেন- বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য পুন: নির্ধারণ ২০২৩ 

বিভিন্ন কোম্পানীর কার, জীপ, পিক-আপ (সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন), মাইক্রোবাস, মোটরসাইকেল, এ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি), মিনিবাস (ননএসি), বাস (নন এসি) ও ট্রাক এর বাজার দর বিবেচনা করে যানবাহনের মূল্য পুন: নির্ধারণ করা হয়েছে।

Expense Vehicle Rate 2023

পূর্বমূল্য দেখুন:

(১) কার = ৩৫.০০ লক্ষ টাকা (অনুর্ধ্ব ১৬০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

(২) (ক) জীপ = ৯৪.০০ লক্ষ টাকা (অনুর্ধ্ব ২৭০০ সিসি) (ট্যাক্স ও ভ্যাটসহ);

(গ্রেড-১ এবং গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাগণের জন্য)।

(খ) জীপ = ৫৭.০০ লক্ষ টাকা (অনুর্ধ্ব ২৭০০ সিসি) (রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ);

(গ্রেড-৩ বা তদনিম্ন পর্যায়ের কর্মকর্তাগণের জন্য।

(৩) পিক-আপ (সিংগেল কেবিন) = ২৮.০০ লক্ষ টাকা (অনুর্ধ্ব ২৫০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

(৪) পিক-আপ (ডাবল কেবিন) = ৪৯.০০ লক্ষ টাকা (অনুর্ধ্ব ২৫০০ সিসি) (ভ্যাট ও ট্যাক্সসহ);

(৫) মোটর সাইকেল = ১.৪০ লক্ষ টাকা (অনুর্ধ্ব ১২৫ সিসি) রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তর/পরিদপ্তর সমূহের যানবাহন ক্রয়ে অনুমতি /বরাদ্দ প্রদানের ক্ষেত্রে উল্লিখিত মূল্য অনুসরণের জন্য অর্থ বিভাগের সকল শাখা/ অধিশাখাসমূহকে অনুরোধ করা হয়েছে।

বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য পুন: নির্ধারণ সম্পর্কিত আদেশ সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *