আর্থিক ক্ষমতা অর্পন নীতিমালা,২০২০, আর্থিক ক্ষমতা অর্পণ, ২০২০ অনুসারে যানবাহন মেরামত,মনিহারি ক্রয়, RFQ পদ্ধতিতে পন্য ক্রয় ও মেরামত এবং DPM /CPM পদ্ধতিতে পন্য ক্রয় ও মেরামত ব্যয় সীমা আঞ্চলিক অফিস (ক শ্রেণীর অফিসের অন্তর্ভুক্ত) হওয়ায় নিম্নরূপ ভাবে নির্ধারণ করা হয়েছে।
ক্রমিক নং | খাতসমূহ | আর্থিক ক্ষমতা (আর্থিক বছরে ব্যয় সীমা) | মন্তব্য |
০১। | অন্যান্য মনিহারি | ৩.০০ লক্ষ টাকা পর্যন্ত। | |
০২। | মোটরযান মেরামত | অনুর্ধ্ব ৫০ হাজর টাকা।(একটি যানবাহন) | |
০৩। | অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি মেরামত | পূর্ণক্ষমতা বাজেট থাকা সাপেক্ষে (পিপিআর বিধি মতে) | |
০৪। | সরাসরি নগদ ক্রয় (Cash Purchase) | একক ক্ষেত্রে ২৫ হাজার টাকা। তবে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত। | |
০৫। | পন্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় (RFQ) | দেশের অভ্যন্তরে প্রতিক্ষেত্রে এককালীন ৫ লক্ষ টাকা যার বার্ষিক সীমা সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা। | |
০৬। | পূর্ত কার্য ও ভৌত সেবা | প্রতিক্ষেত্রে এককালীন ১০ লক্ষ টাকা যার বার্ষিক সীমা সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা। | |
০৭। | দাপ্তরিক সভা এবং বোর্ড/কমিটি/কমিশন ইত্যাদির সভায় অপ্যায়ন ব্যয় | জনপ্রতি ৪০ টাকা হারে সর্বমোট ৫০ জনের ২ হাজার টাকা এবং ৫০০ টাকা হারে সর্বোচ্চ ১০০ জনের ৫০ হাজার টাকা। | |
০৭। | বিদ্যুৎ, পানি এবং অন্যান্য ফি/কর পরিশোধ | বাজেট থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। | |
০৮। | ডাক, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট এবং টেলিফোন বিল পরিশোধ | বিদ্যামান বিধি ও শর্ত পালন এবং বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। | |
০৯। | সার্ভিস পোস্টেজ | বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। | |
১০। | প্রচার, বিজ্ঞাপন, পরিবহন ব্যয় | বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। | |
১১। | আউসোর্সিং এর মাধ্যমে সেবা ক্রয়/গ্রহণ | বাজেট বরাদ্দ, অর্থ বিভাগের সম্মতি, স্কিম দলিলে সংশ্লিষ্ট আইটেম বরাদ্দ এবং পিপিআর প্রতিপালন। | |
১২। | শ্রমিকের মজুরি | বাজেট বরাদ্দ, অর্থ বিভাগ কর্তৃক নির্ধারিত হার পরিপালন এবং স্কিমের ক্ষেত্রে স্কিম দলিলে সংশ্লিষ্ট আইটেম অন্তর্ভূক্ত থাকা সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। | |
১৩। | সরকারি গাড়ি/ যানবাহন নিবন্ধন ও ফিটনেস বাবদ ব্যয় | বিদ্যমান বিধি ও শর্তপালনসহ বাজেট বরাদ্দ সাপেক্ষে পূর্ণ ক্ষমতা। | |
১৪। | প্রশিক্ষণ কোর্সের অপ্যায়ন ব্যয় | রিফ্রেসমেন্ট বাবদ জনপ্রতি ৪০ টাকা এবং দুপুর/রাতের খাবার বাবদ ৩০০ টাকা। | |
১৫। | ভ্রমণ ব্যয় মঞ্জুরি | পূর্ণ ক্ষমতা। | |
১৬। | কম্পিউটার সামগ্রী | বাজেট থাকা সাপেক্ষে ৫.০০ লক্ষ টাকা পর্যন্ত। | |
১৭। | ব্যবহারের/মেরামতের অযোগ্য দ্রব্য সামগ্রি বিক্রয় | প্রকাশ্য নিাম/টেন্ডার/টেন্ডার/কোটেশনের শর্তে পূর্ণ ক্ষমতা। | |
১৮। | অনুমোদিত স্কিমের প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত আদেশ জারী | শুণ্য ক্ষমতা। | |
যানবাহন মেরামত,মনিহারি ক্রয়, RFQ/DPM/CPM পদ্ধতিতে পন্য ক্রয় ও মেরামতে ব্যয় সীমা: ডাউনলোড