গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর অধীনে অবসর গ্রহণকারী কর্মচারীগণ উক্ত আইনের ৭ ধারার অধীনে অবসর উত্তর ছুটি প্রাপ্য। নিম্নোক্ত প্রকার অবসর উক্ত আইনের আওতাধীন অবসর না হওয়ায় নিম্নোক্ত প্রকার অবসরের ক্ষেত্রে অবসর-উত্তর ছুটি প্রাপ্য নয়:-
(ক) অক্ষমতাজণিত অবসরগ্রহণের ক্ষেত্রে;
- Govt. Recruitment Max Age Gazette 2025 । সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ কার্যকর হয়েছে দেখুন
- সরকারি ট্রান্সফার বা বদলির নিয়ম ২০২৫ । কর্মচারীদের ০৩ বছর পর পর কি বদলি করতেই হবে?
- দুদক রেশন সুবিধা ২০২৫ । কর্মকর্তাগণও মাসিক ৮ কেজি ভোজ্য তেল সহ চাল, ডাল চিনি আটা পান?
- সচিবালয় রেশন সুবিধা ২০২৫ । বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা/কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার যুক্তিকতা কি?
- পুলিশ রেশন হার ২০২৫ । একজন পুলিশ মাসিক কি পরিমাণ রেশন পায়?
(খ) পদ বিলুপ্তির কারণে অবসরগ্রহণের ক্ষেত্রে; এবং
(গ) সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরদানের ক্ষেত্রে।