পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

সরকারীকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ও গ্র্যাচুইটি সংশােধনী।

১-৭-৭৩ ইং তারিখের পর চাকুরীরত অবস্থায় যে সকল শিক্ষক মারা গিয়াছেন ও তাহলের পরিবারবর্গা মনি হন। করিয়া থাকেন এবং যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষক ইতিপূর্বে গ্র্যাচুইটি গ্রহন করিয়াছেন ও মৃত্যুবরন করিয়াছেন তাহানের ক্ষেত্রেও সমন্বয় সাধন করিয়া পারিবারিক পেনশন প্রযােজ্য হইবে”। 

গণপ্রজাতক্ষী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়

নং শা: ১০/৬-১/৮০/২৩৩০-শিক্ষা: তারিখ: ০৮-১২-১৯৮৩;

প্রেরক: এম, এ রাজ্জাক

উর্দ্ধতন শাখা প্রধান

প্রাপক: প্রধান হিসাব রক্ষণ অফিসার

শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

বিষয়: সরকারীকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ও এচইটি সংশােধনী।

মহোদয়,

নির্দেশ মােতাবেক উপরােক্ত বিষয়ে আপনার ২-৩-৮৩ইং তারিখের পেন-১/কো-অর্ড/ বাহির/১৭৭ নং স্মারকের বরাতে জ ন ন যাইতেছে যে, অত্র মন্ত্রণালয় হইতে জারীকত ২৪-১০-৮২ ইং তারিখের: ৮/৮ জি- ১০৭৪২ শিক্ষার আদেশের (গ) অনুচ্ছেদ প্রদত্ত নির্দেশের পরিবর্তে নিম্নলিখিত নির্দেশ সংস্থাপিত হইবে:-

১-৭-৭৩ ইং তারিখের পর চাকুরীরত অবস্থায় যে সকল শিক্ষক মারা গিয়াছেন ও তাহলের পরিবারবর্গা মনি হন। করিয়া থাকেন এবং যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষক ইতিপূর্বে গ্র্যাচুইটি গ্রহন করিয়াছেন ও মৃত্যুবরন করিয়াছেন তাহানের ক্ষেত্রেও সমন্বয় সাধন করিয়া পারিবারিক পেনশন প্রযােজ্য হইবে”।

২।  অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এই সংশােধনী জারী করা হইল।

একান্ত অনুগত,

স্বাঃ এম, এ, রাজেক

উদ্ধতন শাখা প্রধান

সরকারীকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ও এচইটি সংশােধনী: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *