বহি: বাংলাদেশ । শ্রান্তি বিনোদন ছুটি

Govt. Rest & Recreation Leave Rules । শ্রান্তি ও বিনোদন ছুটি নিয়ে ১২টি গুরুত্বপূর্ণ বিধি দেখুন

প্রতি ০৩ বছর পর পর সরকারি কর্মচারীগণ রেস্ট এন্ড রিক্রেশন ছুটি ভোগ করে থাকে-Govt. Rest & Recreation Leave Rules

জনস্বার্থে কোন সরকারী কর্মচারীর আবেদনের তারিখ হতে ভাতাসহ শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই তিনি ছুটিতে যাবেন তখনই এই ভাতা প্রাপ্য হবে। [S.R.O No. 61-L/79-MR/R-II/L-1/78-71 Dated: 17-3-1979] 

১। গেজেটেড ও নন-গেজেটেড সকল সরকারী কর্মচারী প্রতি ৩ বৎসর পর পর শ্রান্তি ও বিনোদন ছুটি ও এক মাসের মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন। [S.R.O NO. 61-L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-79]

২। কোন কর্মচারী যে মাসে চিত্ত বিনোদন ছুটিতে যাবেন সে মাসে প্রাপ্য মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন। [অম(অবি)/প্রবি-২/ছুটি-৬/৮৬/২৮ তারিখ: ২০-৩-১৯৮৯ ইং]

৩। শ্রান্তি-বিনোদন ছুটি গ্রহণ করা না হলে বিনোদন ভাতা প্রাপ্য হবেন না। [এম.এফ (আর-২) এন ১/৭৮(অংশ)/৫৯ তারিখ: ৮-৯-১৯৭৯ইং]

৪। এলপিআর ভোগরত কর্মচারীগণ বিনোদন ভাতা প্রাপ্য হবেন না। [এম,এফ (আর-২)এল-১/৭৮ (অংশ)/৫৯ তারিখ: ৮-৯-১৯৭৯ইং]

৫। বিনোদন ভাতা প্রদানের মূল শর্ত হল যুগপৎ ভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ছুটি গ্রহণ। সুতরাং ভূতাপেক্ষ ভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ভাতা প্রদানের সুযোগ নেই। (নং অম/অবি/প্রবিধি-৩/ছুটি-১/২০০২-১০২ তারিখ: ২৯-১২-২০০৫ ইং)

৬। কার্যভিত্তিক, চুক্তিভিত্তিক, প্রকল্পে ও কন্টিনজেন্সি খাতে নিয়োজিত কর্মচারীগণ শ্রান্তি বিনোদন ছুটি ও বিনোদন ভাতা প্রাপ্য হবেন না। [SRO No. 61-L/79-MF/R-II/L-1/78-71 Dated: 173-1979]

৭। অবকাশ বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে ১৫ দিনের কম নয় এরূপ অবকাশ কালীন সময়কে শ্রান্তিবিনোদন ছুটি হিসাবে গণ্য করা যাবে। [SRO NO. 61-L/79-MR/R-II/L-1/78-71 Date: 173-1979]

৮। অবকাশ কালে গৃহীত শ্রান্তি-বিনোদন ছুটি ছুটির হিসাব হতে ডেবিট হবে না। (সিজিএ/অভিযোগ সেল/অধ্যক্ষ/রামগড়/৫৬/৭৫০ তারিখ: ১৭-৭-২০০০ইং।)

৯। জনস্বার্থে কোন সরকারী কর্মচারীর আবেদনের তারিখ হতে ভাতাসহ শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই তিনি ছুটিতে যাবেন তখনই এই ভাতা প্রাপ্য হবে। [S.R.O No. 61-L/79-MR/R-II/L-1/78-71 Dated: 17-3-1979]

১০। যদি কোন সরকারী কর্মচারী যথাসময়ে শ্রান্তিবিনোদন ছুটির জন্য আবেদন না করেন, তবে আবেদনের তারিখ হতে ৩ বছর পর পরবর্তী চিত্ত বিনোদন ছুটি ও ভাতা প্রাপ্য হবে। [S.R.O No. 61-L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-1979]

১১। ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হতে পরবর্তী ৩ বছর হিসাব করতে হবে। [অম(অবি)/প্রবি-২/ছুটি-৬/৮৬/২৮ তারিখ: ২০-৩-৮৯ ইং)]

১২। শ্রান্তি বিনোদন ছুটির পরিমাণ ১৫ দিনের কম হলে বিনোদন ভাতা প্রাপ্য হবেন না। [এম,এফ (আর-২) এল-১/৭৮(অংশ)৫৯ তারিখ: ৮-৯-৭৯ইং]

শ্রান্তি ও বিনোদন ছুটি নিয়ে ১২টি গুরুত্বপূর্ণ বিধি: ডাউনলোড

শ্রান্তি ও বিনোদন ছুটি । যা কেবল চাকরি সন্তোষজনক হলেই প্রদান করা হয়

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটি কি জমাকৃত ছুটির হিসাব হতে বাদ যায়?

উত্তর: হ্যাঁ। অর্জিত ছুটি হতে বাদ যায়।

প্রশ্ন: ইচ্ছা করলে কি এ ছুটি নির্ধারিত সময়ের পরেও মঞ্জুর করা যায়?

উত্তর: হ্যাঁ। ০৩ বছর পূর্তি হওয়ার পর নির্ধারিত তারিখের পরেও এ ছুটি মঞ্জুর করা এবং ভোগ করা যাইতে পারে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

42 thoughts on “Govt. Rest & Recreation Leave Rules । শ্রান্তি ও বিনোদন ছুটি নিয়ে ১২টি গুরুত্বপূর্ণ বিধি দেখুন

  • ১১ নং পয়েন্টের অর্ডারটা কোথায় পাওয়া যাবে??

  • My recreation leave along with Ex. Bangladesh leave was granted which had started from 30.05.2020 or from the date of leave start. but due to covid 19 , i can not avail this now. How long (months/ years) can i wait or utilize this leave? Would you make it clear?

  • যথা সময়ে কাটানোর নির্দেশ। তবে আদেশে ভোগের প্রকৃত সময় উল্লেখ থাকলে ৩৩ কর্মদিবস পর্যন্ত এটি কার্যকর থাকে।

  • আমার এ ছুটি মঞ্জুরি হয়ে গেছে। এখন এ শ্রান্তি বিনোদন ছুটি অর্থবছরে নিতে হবে নাকি ক্যালেন্ডার বছর নিতে হবে।

  • নির্ধারিত তারিখেই নিতে হবে।

  • শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্যতার সময় বুনিয়াদি প্রশিক্ষণে থাকলে ওই সময় ছুটি মঞ্জুরি করা যায় কিনা? না গেলে কখন এবং কিভাবে ছুটি মঞ্জুর হবে? পরবর্তী শান্তি বিনোদন ভাতার সময়ের উপর কোনো প্রভাব আছে কিনা?

  • না। যায় না। ট্রেনিং হতে ফিরে আবেদন করতে হবে। এতে শ্রান্তি ও বিনোদনের তারিখ পিছিয়ে যাবে।

  • কারো চাকুরিতে যোগদানের তারিখের আগে কি সে শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করতে পারবে?
    *যেমন কোন ব্যাক্তির চাকুরিতে যোগদানের তারিখ 25 এপ্রিল এখন তার অবসরের তারিখ 24 এপ্রিল এখন সে কি এপ্রিল মাসে শ্রান্তি বিনোদন ভাতা পাবে?

  • না। পাবেন না।

  • ৷৷ একাডেমিক আলোচনা করা যাক, শ্রান্তি বিনোদন ছুটি, শেষ প্রান্তি বিনোদন ছুটি ভোগের তারিখ থেকে নয়, বরং চাকরিতে যোগদানের তারিখ থেকে প্রতি তিন বছর পর পর ছুটি নেয়া যায়। ছুটি অনুমোদনের ৩৫ দিনের মধ্যে ছুটিতে যেতে হবে। এখন প্রশ্ন এই ছুটি কতদিন পর্যন্ত নেয়া যায়? ছুটি ম্যাচিউর হওয়ার পর থেকে পরবর্তী ছুটির তারিখ আসার পূর্বে ছুটি ভোগ করতে হবে। যে মাসে ছুটিতে যাবে সেই মাসে বিল পাবে। যদি ভিন্নরূপ কিছু হয় তবে আইন ও বিধির রেফারেন্স উল্লেখ করার জন্য অনুরোধ করছি।

  • ভিন্ন রকম অবস্থা নিয়ে প্রশ্ন করুন সুনির্দিষ্ট করে। ছুটির ধরণ ভেদে সময় নির্ধারিত। এক ছুটি থেকে এসে প্রয়োজনে আবার ছুটি নেয়া যাবে। https://bdservicerules.info/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE-%E0%A7%A8/

  • শ্রান্তি বিনোদন ছুটি ভোগকালীন সময় কি কার্যকাল হিসেবে গণ্য হয়?

  • না। অর্জিত ছুটি কর্তন হয় বিধায় কার্যকাল নয়।

  • যদি কর্তৃপক্ষ ভাতা বা ছুটি না দেন বা ভাতা দেন কিন্তু ছুটি না দেন তবে কর্তৃপক্ষের বিরুদ্ধে করনীয় কি?

  • উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করতে পারেন। এছাড়া করণীয় কিছু নেই।

  • এই শ্রান্তি বিনোদন ভাতা পাইতে গেলে ট্রেজারী অফিসে কি সার্ভিস বুক পাঠাইতে হবে?

  • জি। এখন পাঠাতে হয়। তারা যাচাই করার অধিকার রাখে।

  • ভর্তির তারিখ 23- জানুয়ারি এবং অবসরের তারিখ 26 জানুয়ারি পিআরএল শুরুর তারিক 27 জানুয়ারি তাহলে সে কি শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্য হবে। প্লিজ জানাবেন।

  • অবশ্যই পাবে।

  • মাতৃত্বকালীন ছুটি ভোগরত অবস্থায় কি শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা যাবে?

  • ধরূন, আমার ভাতা সহ 15 দিনের ছুটি মঞ্জুরি হয়ে গেছে কিন্তু ছুটি ভোগের কোন নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। এখন এ শ্রান্তি বিনোদন ছুটি আমাকে কতদিনের মধ্যে ভোগ করতে হবে। এ ব্যাপারে বিধি কি? যদি বিধিমালাটা দিতেন তাহলে উপকার হত!
    ধন্যবাদ।

  • তারিখ উল্লেখ ছাড়া শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুর হয় না। ছুটি মঞ্জুরের তারিখ হতেই ভোগ করতে হবে। তবে কর্তৃপক্ষ চাইলে জনস্বার্থে পরে ছুটি ভোগের নির্দেশনা দিতে পারে।

  • আসসালামু আলাইকুম। শ্রান্তি বিনোদন বাবদ ভোগকৃত ১৫ দিনের ছুটি কি জমাকৃত অর্জিত ছুটির হিসাব থেকে বাদ যাবে? উত্তর হ্যাঁ /না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের পত্র দেবার অনুরোধ করছি।

  • অলাইকুমুসসালাম। অর্জিত ছুটির হিসাব হতে বাদ যায় এবং এই ১৫ দিন ছুটি অর্জিত হয় না।

  • আসসালামু আলাইকুম, আবেদন এর তারিখ টা যদি সরকারি বন্ধের মধ্যে হয় সে যায় গায় আমি কবে আবেদন করবো??

  • আবেদন আপনি ভাতা প্রাপ্তির ১ মাস পূর্বে করবেন।

  • শ্রান্তি বিনোদন ছুটি কি একই অর্থবছরে ভোগ করতে হয় নাকি পরবর্তী ৩ বছরের মধ্যে যেকোন সময় ভোগ করা যায়?

  • আপনি চাইলে এটি পিছিয়ে ভোগ করতে পারবেন। প্রাপ্য হওয়ার পরবর্তী বছর বা ২ বছরও নিতে পারেন। এতে শ্রান্তি বিনোদন ছুটির তারিখ পরিবর্তন হয়।

  • Ami 3.5 years bank a job kre job theke leave niyesi,ami akhon others job kori,ami ki previous bank theke sranti binodon vata pabo?

  • প্রথমবার এই ছুটি নেওয়ার উপায় কি? যোগদানের তারিখ হতে ৩ বছর? নাকি আগেও আবেদন করা যাবে? কোন বিধি বা নির্দেশনা আছে কি?

  • ৩ বছর পুর্ণ হওয়ার ১ মাস পুর্বে আবেদন করবেন।

  • প্রশ্ন ১. মাতৃত্বকালীন ছুটি ভোগরত অবস্থায় কি শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা যাবে?
    প্রশ্ন ২. এই ছুটি ভোগ করলে কি পিআরএল যাওয়ার সময় কর্মকাল হতে বিয়োগ হয়?
    প্রশ্ন ৩. এই ছুটি মঞ্জুরের সময় যদি কোন ব্যক্তির LWP = Leave without pay (বিনাবেতনে ছুটি) থাকে তাহলে কি ঐ সময়টা প্রাপ্য তারিখ হতে বিয়োগ করতে হয়?
    প্রশ্ন ৪. এই ছুটি মঞ্জুর হওয়ার পর নির্দিষ্ট কতদিনের মধ্যে ভোগ করতে হয় এবং নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়ার পর তা কি নবায়ন করার কোন সুযোগ আছে?
    #দয়া করে উত্তরগুলো সহ অর্ডার কপি দিলে খুবই উপকৃত হবো!!!

  • ১। না।
    ২। না। অর্জিত ছুটি হতে বিয়োগ হয়।
    ৩। না। তবে কর্তৃপক্ষ চাইলে বিবেচনায় নিতে পারে। তবে চাকরিকাল সন্তোষজনক হওয়ার শর্ত রয়েছে।
    ৪। না। নবায়ন করা যায় না। মঞ্জুরের নির্ধারিত সময়েই ভোগ করতে হয়। এই ছুটি ফেব্রুয়ারি প্রাপ্য হলে আপনি চাইলে জুন বা ডিসেম্বরেও কাটাতে বা ভোগ করতে পারবেন। এ শ্রান্তি ও বিনোদন ছুটি পিছিয়ে যায়।

  • একাধিক প্রাপ্যতা হলে
    জ্যেষ্ঠতা নির্ধারণ হবে‌‌ কিভাবে?

  • সিনিয়রিটি প্রথমত মেধা, ২য় তো যোগদান অনুসারে, ৩য়ত বয়স ভিত্তিক।

  • এখন মূল বেতন ১৭,৬৪০ টাকা। ১ম শ্রান্তি বিনোদন। আমার প্রাপ্য টাকা কত?

  • মূল বেতন যা তাই প্রাপ্য। ১৭,৬৪০ টাকা।

  • উদাহরণ: আমার চাকুরীর ১ম যোগদান ০১/০৯/১৯৯১ , কিন্তু সরব শেষ ৩টি সেপ্টেম্বরের ২০১৬-১৯-২২শে নেয়া হয়েছ, কিন্তু চাকুরীর ১ম যোগদান সেপ্টেম্বরে হওয়ায় ২০২৪শে পাবার কথা যা পিছিয়ে সেপ্টেম্বরের ২৫শে গেছে, কিন্তু পিআরএল এ যাবার তারিখ ০১/০৭/২০২৫শে তাহলে সে কি এখন আর শ্রান্তি বিনোদন ভাতাসহ ছুটি পাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *