সচিব ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যাঁহারা অবসর উত্তর ছুটিতে যাইবেন, তাঁহাদের অবসর উত্তর ছুটিকালীন সময় (এক বৎসর) যাঁহাদের অবসর ছুটি ছুটি বাতিল করিয়া চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তাঁহাদের চুক্তি মেয়াদ শেষ হইবার পর ৬ (ছয়) মাস সময় পর্যন্ত জ্বালানী ও চালকসহ গাড়ী সুবিধা বহাল থাকিবে, এই শর্তে যে এই সুবিধার জন্য যথারীতি ভাড়া কাটা হইবে। (মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখা এর সরকারী আদেশ নং -মপবি/ক:বিশা:/কপগ-১১/২০০১-২০৫, তারিখ: ৪ আগস্ট, ২০০৩)।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: অবসর উত্তর ছুটিতে গেলেও গাড়ী ব্যবহার করতে পারবেন?
- উত্তর: হ্যাঁ ছয় মাস পর্যন্ত। ভাড়া দেওয়া ভিত্তিতে।