কর্মকর্তাদের জন্য তিনমাস মেয়াদী স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট কোর্স – শনিবার হতে বুধবার ১৫ কর্মদিবসের কোর্স – সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের জন্য “স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট” ২০২২
কোর্স কবে শুরু হবে? – কোর্স শুরুর তারিখ ১২/১১/২০২২। উক্ত তারিখ হতে ৩ সপ্তাহ কোর্সটি চলবে। কোর্সটি শনিবার হতে বুধবার চলবে। সরকারি বা বেসরকারি যে কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কোর্সটি করতে পারবেন। সরকারি খরচে বিভিন্ন কারিগরি কোর্সে ফি প্রশিক্ষণ ২০২২ । ০৩ মাসের কোর্স শেষে ভাতা ১০৮০০ টাকা
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের স্ট্র্যাটিজি বা কৌশল প্রণয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ সপ্তাহ মেয়াদী স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়ােজন করেছে। SEIPএর আওতায় কোন প্রতিষ্ঠানে দু’সপ্তাহ বা তার অধিক মেয়াদি কোন কোর্সে অংশগ্রহণকারী বা অনুরূপ কোর্স সম্পন্নকারী ব্যক্তিদের আবেদন করার প্রয়ােজন নেই। তবে, BIGM-এ অনুষ্ঠিত Policy Analysis’ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ আবেদন করতে পারবেন।
সরকারি কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (www.mopa.gov.bd) ওয়েবসাইটে “সর্বশেষ খবর” শিরােনামের অধীন গত ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণক্রমে আবেদন করতে হবে। সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের জন্য স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স (প্রণােদনাসহ) – ২য় ব্যাচ।
মােট ৩০ টি আসন গ্রহণ করা হবে / পর্যায়ক্রমে সেশন প্রক্রিয়া চলমান থাকবে
আবেদনকারীর যে সকল যোগ্যতা লাগবে- বেসরকারি চাকুরিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম স্নাতকোত্তর এবং বয়সসীমা ৩০ থেকে ৫২ বছর পর্যন্ত। হতে হবে।
Caption: Stratigic Management Course
‘স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে আবেদন করার নিয়ম ২০২২
- প্রশিক্ষণার্থীকে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে আবেদন করতে হবে এবং প্রশিক্ষণে যােগদানের পাবেন।
- ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, স্নাতকোত্তর সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে।
- BIGM এর ওয়েবসাইট- এ News Update অপশনে গিয়ে Strategic Management – এর আবেদন ফরম Download করে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম উল্লিখিত সংযুক্তিসহ scan করে খাবার ও চা-চক্রের ব্যবস্থা application.pac.bigm@gmail.com ই-মেইলে পাঠিয়ে দিতে হবে।
- BIGM -এ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েও আবেদন করা যাবে।
- বেসরকারি কর্মকর্তাদের আবেদনের শেষ তারিখঃ ২৫/১০/২০২২
Statagic Course হতে কি কি সুবিধা পাওয়া যাবে?
বেসরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ আসন বরাদ্দ রয়েছে। নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার প্রদান এবং আসন বরাদ্দ পাইবে। প্রত্যেক ব্যাচে BIGM -এ অনুষ্ঠিত “Policy Analysis” আবেদনের নিয়ম কোর্সে অংশগ্রহণকারী সর্বোচ্চ ৫০ শতাংশ প্রশিক্ষণার্থী সুযােগ রয়েছে। বৃত্তিমূলক কোর্স (প্রণােদনাসহ) তাই এটিতে বৃত্তি প্রদান করা হবে। ৩ সপ্তাহের কোর্সটিতে মোট ১৫টি ক্লাশ চলবে। শনিবার হতে বুধবার ১৫ কর্মদিবস ক্লাস হবে। যাতায়াত ভাড়া বাবদ প্রতিদিন ৬০০ টাকা বরাদ্দ, দুপুরের ফরম Download করে পূরণ করতে হবে। প্রশিক্ষণার্থীকে বা তার প্রতিষ্ঠানকে কোন কোর্স ফি দিতে হবেনা। কোর্স শুরুর তারিখ: ১২/১১/২০২২