একজন সরকারি কর্মচারি চাকরিকালীন সময়ে তার বিভিন্ন প্রয়োজনে ব্যাংক ঋণ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে একটি বড় ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউর অনুসরণ করতে হয়। কি কি ডকুমেন্ট প্রদান করতে হয় এবং কিভাবে তা রেডি করতে হয় তার একটি ডেমো আমি আপনাদের নিকট উপস্থাপন করা হবে-
পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি:
১। ঋণের আবেদনপত্র।
২। জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)।
৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)।
৪। হালনাগাদ বেতন বিবরণী (আবেদন ও জামিনদাতার)।
৫। প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।
৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র।
উপরোক্ত সকল ডকুমেন্টস কিভাবে রেডি করতে হবে তার নমুনা কপি এবং প্রতিটি কাগজপত্র কিভাবে তৈরি করতে হবে তার একটি ডেমো ফাইল সংযুক্ত করা হলো: ডাউনলোড
AS
mdrubelmolla098029@gmail.com
nishatailors&zannatul ferdushi
চাহিদা মত কাগজ পত্র যথাযথ দাখিলের পর সর্বোচ্চ কত সময় লাগবে এবং গ্রান্টারের যদি একই ব্যাংকে লোন থাকে তাহলে সমস্যা আছে কি?
অবশ্যই সমস্যা আছে। একই ব্যাংক বা অন্য ব্যাংকে লোন থাকলে তার লোন আর আপনার লোন যোগ করে রিক্স পরিমাপ করা হবে তাতে যদি আরও গ্যারান্টর লাগে তা দিতে হবে।
আমি একজন সরকারী চাকুরীজীবি।আমার বেতন ১৬৯১৪ টাকা,আমি কি কোনো ব্যাংক থেকে ৫০০০০ টাকা লোন নিতে পারবো।
পারবেন। ৮০০০ টাকা মাসিক কিস্তি ধরে ঋণ নিতে পারবেন।
আমি একজন ইতালী প্রবাসী আমি কি আপনাদের লোন পেতে পারি
সোনালী ব্যাংক প্রবাসী ভাইদেরও লোন দেয়। অনুগ্রহ করে সোনালী ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করুন। মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস https://www.sonalibank.com.bd/PDF_file/Officer_Complain_Cell.pdf