শিক্ষকদের বদলি /পদায়নের পদ্ধতি যুগোপযোগী করার লক্ষ্যে এই নীতিমালা জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে বছর মাত্র তিনটি মাসে বদলির আবেদন করা যাবে। সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ের/ মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন দাখিল করতে হবে।
এক নজড়ে যা আছে বদলি বা পদায়ন নীতিমালায়
- সিডিউল অনুযায়ী অনলাইনে বদলির আবেদন করা যাবে: লিংক
- তিন বছর পূর্ণ হওয়ার পূর্বেও আবেদন করা যাবে।
- অনলাইনেই স্ট্যাটাস জানা যাবে আবেদন পত্র কি অবস্থায় আছে।
- উভয় শিক্ষক/ কর্মকর্তার সুবিধা হয় এমন পারস্পারিক বদলির ক্ষেত্রে উভয়ের সম্মতিতে আবেদন করলে বিবেচনা করা হবে।
- কমিটি আবেদন পর্যালোচনা করবে।
- তিন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।
- অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বিবেচনারযোগ্য হবে না।
সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০: ডাউনলোড