সরকারি এই পুস্তিকা চালানের মাধ্যমে অথবা নির্দিষ্ট ফরমে রাজস্ব ও অন্যান্য অর্থ সরকারি কোষাগারে জমা করতে হলে ১৩ অঙ্ক বিশিষ্ট যে কোড ব্যবহার করতে হবে তা নির্দেশ করা হয়েছে। আশা করা যায়, এতে রাজস্ব প্রদানকারীগণ অতি সহজেই প্রদেয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে সমর্থ হবেন।
আয়কর ও ভ্যাট নাকি ট্রেজারি চালানে জমা নেয় না? হ্যাঁ। সরকারি নির্দেশনা অনুসরণ করে ব্যাংক চালান ফর্মে আয়কর ও ভ্যাট জমা নেয় না। এ চালান ওয়েবসাইটের মাধ্যমে আয়কর ও ভ্যাট চালান জেনারেট করা যায়। অনলাইন পেমেন্ট বা ওভার কাউন্টার সিলেক্ট করে অনলাইন চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া যায়।
ম্যানুয়াল চালান ফর্মে নাকি আর ব্যক্তি আয়কর জমা দেওয়া যাচ্ছে না? হ্যাঁ। ব্যাংকগুলো অনলাইনে ibas.finance.gov.bd/acs/general/sales লিংকে তথ্য দিয়ে চালান ফরম প্রিন্ট করা যায় এবং আপনি চাইলে ফরম পূরণ করে আপনি বিকাশ বা রকেট দিয়েও আয়কর পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে ডেবিট কার্ড বা যে কোন ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। এ চালান- অটোমেটেড চালান সিস্টেম ২০২৪ । অনলাইনে চালান জমা ও ফরম পূরণ করার নিয়ম কি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অর্থ বিভাগ
বিষয়: সরকারি কোষাগারে মাধ্যমে অর্থ জমা দেওয়া সমস্ত কোডসমূহ
নতুন শ্রেণী বিন্যাস অনুযায়ী প্রণীত
জুন, ১৯৯৮
আগামী ১ জুলাই ১৯৯৮ থেকে নতুন শ্রেণীবিন্যাস চার্ট কার্যকর হতে যাচ্ছে। এই তারিখ থেকে সকল সরকারি লেনদেনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলেরই নতুনভাবে প্রবর্তিতব্য শ্রেণী বিন্যাস কাঠামোর সাথে পরিচিত হওয়া প্রয়োজন।
গ্রিম আয়কর প্রদান | ১-১১৪১-০০০০-০১১২ |
দেশজ পন্য ও সেবা উপর ভ্যাট | ১-১১৩৩-০০০০-০৩১১ |
পাসপোর্ট এবং ভিসা ফি | ১-২২৭৫-০০০০-১৮৪৬ |
গ্যাস বাবদ আদায় তিতাস | ১-৩২৩৭-০০০১-২১১৭ |
বিদ্যুৎ বাবদ আদায় | ১-৩২৩৭-০০০১-২১২৫ |
অবসর ভাতা ও আনুতোষিক বাবদ | ১-০৯২১-০০০০-২৬০১ |
অতিরিক্ত দেয় টাকা আদায় | ১-০৯০১-০০০১-২৬৭১ |
গৃহ নির্মাণ অগ্রিম | ১-০৯৬২-০০০০-৩৯০১ |
পারিবারিক সঞ্চয়পত্র | ৬-১১৫১-০০১০-৮০০৩ |
সাধারণ প্রভিডেন্ট ফান্ড-বেসামরিক | ৬-০৯৩৭-০০০০-৮১০১ |
তবে সরকারি কোষাগারে যারা নিয়মিত রাজস্ব প্রদানকারী তাঁদের এই শ্রেণীন্যিাস চার্ট এবং চার্টের বিষয়বস্তু সম্পর্কে পরিচিত হওয়া অধিকতর প্রয়োজন। এই ধারণাকে সামনে রেখে সরকারের রাজস্ব প্রাপ্তির জন্য জমা দেয়ার জন্য ব্যবহার্য নির্ধারিত কোড সম্বলিত আলাদা একটি পুস্তিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বর্তমান পুস্তিকাটি সংশ্লিষ্ট সকলের ব্যবহারের জন্য প্রকাশ করা হলো।
উপ-নিয়ন্ত্রক
বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, ঢাকা ১৯৯৮
ট্রেজারি চালান কোডের বই
সরকারি কোষাগারে চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সমস্ত কোডসমূহ ১৯৯৮ PDF বই: ডাউনলোড
সরকারি গাছ নিলামে বিক্রির চালান কোড কত?
বইয়ে পাবেন। না পেলে alaminmia.tangail@gmail.com এ নক দিন।
ট্রেজারি চালান কোডের বই ২০২৪
কীভাবে পেতে পারি ?
ডাউনলোড লিংক পোস্টে দেওয়া আছে https://bdservicerules.info/challan-code-book-pdf/