সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ নীতিমালা জারি করেছে ২০১৯ সালে যার সুফল আজ পর্যন্ত কর্মচারীগণ পায় নি। বেতন ভাতাদের যাদের ইএফটি হয়নি তারা আজ পর্যন্ত এ ঋণের মুখ দেখেনি।
এ বছর সরকারি কর্মচারী লেভেল পর্যন্ত বেতন ভাতাদি EFT হচ্ছে তাই কর্মচারীগণও ব্যাংকিং ব্যবস্থায় সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণ নীতিমালা ২০১৯ অনুসারে ঋনের জন্য আবেদন করতে পারবেন।
গৃহ নির্মাণ ঋণ নীতিমালা ২০১৯
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।
২। সংজ্ঞা।
৩। ঋণ প্রাপ্তির যোগ্যতা।
৪। ঋণ প্রাপ্তির শর্ত।
৫। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।
৬। তহবিলের উৎস।
৭। ঋণ কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া।
৮। সরকার কর্তৃক সুদ বাবদ ভর্তুকি প্রদান পদ্ধতি।
৯। ঋণ গ্রহীতার সংখ্যা নির্ধারণ ও নির্বাচন প্রক্রিয়া।
১০। সরকারের সাথে চুক্তি সম্পাদন।
১১। মনিটরিং।
১২। অষ্পষ্টতা দূরীকরণ।
১৩। এ নীতিমালাটি সরকারি কর্মচারীদের কল্যাণার্থে প্রনয়ন ও জারি করাহলো।
১৪। এ বিষয়ে ইত:পূর্বে অর্থ বিভাগ হতে ৩০ জুলাই ২০১৮ তারিখে জারিকৃত ০৭.০০.০০০০.১০২.০০১.২০১৮.৪২৫ নং পরিপত্রটি অদ্য হতে বাতিল বলে গণ্য হলো। তবে উক্ত পরিপত্রের আওতায় ইতোমধ্যে গৃহীত কার্যব্যবস্থা বহাল থাকবে।
সরকারি চাকরিজীবীদের গৃহ ঋণ নীতিমালা ২০১৯ : ডাউনলোড