বাংলাদেশ সার্ভিস রুলস এর ২য় খন্ডের বিধি-২৫ অনুসারে যে সকল কর্মচারীদের দায়িত্ব পালনের স্বীয় দায়িত্ব এলাকাধীন অঞ্চলে প্রতি নিয়ন (Extensively) ভ্রমণ করিতে হয়, সে সকল কর্মচারীদের কে দায়িত্ব এলাকায় ভ্রমণের জন্য অন্যান্য ভ্রমণ ভাতার পরিবর্তে সরকার কর্তৃক আরোপিত শর্তে মাসিক স্থায়ী ভ্রমণ ভাতা মঞ্জুর করা যাইবে।
সারসংক্ষেপ:
- এই প্রকার ভাতা বৎসর ব্যাপী অথবা সরকারের সিদ্ধান্তকৃত সময় ব্যাপী মঞ্জুর করা যাইবে।
- উক্ত সময়ে সরকারী কর্মচারী সদর দপ্তর হইতে অনুপস্থিত থাকুন বা নাই থাকুন, এই ভাতা উত্তোলন করিতে পারিবেন।
- এই বিধিমালায় বিশেষভাবে বর্ণিত অবস্থার ক্ষেত্র ব্যতীত কোন কর্মচারী যে সময়ের জন্য অন্য কোন প্রকার ভ্রমণ ভাতা উত্তোলন করেন, সে সময়ের জন্য এইভাতা উত্তোলন করিতে পারিবেন না।
প্রতিনিয়ত ভ্রমণকারী কর্মচারীগণ স্থায়ী ভ্রমণ ভাতা প্রাপ্যতার বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ সার্ভিস রুলস দেখুন: ডাউনলোড