আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২২ উদযাপন উপলক্ষে কোনাে ধরণের আলােকসজ্জা করা যাবে না। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে ঈদগাহে/মসজিদে আসতে হবে। করােনা ভাইরাস সংক্রমণ রােধ নিশ্চিতকল্পে মসজিদ/ঈদগাহের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদ/ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
[একই নম্বর ও তারিখের স্থলাভিষিক্তক্রমে]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
সমন্বয় শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা
স্মারক নম্বর-১৬.০০.০০০০.০০১.২৩.০০৪.২২.১১৯ তারিখ: ০৭ জুলাই ২০২২
জরুরি বিজ্ঞপ্তি
বিষয়: স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদুল আজহা নামাজের জামায়াত অনুষ্ঠান প্রসঙ্গে।
বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে:
১। আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২২ উদযাপন উপলক্ষে কোনাে ধরণের আলােকসজ্জা করা যাবে না;
২। “প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে ঈদগাহে/মসজিদে আসতে হবে ;
৩। করােনা ভাইরাস সংক্রমণ রােধ নিশ্চিতকল্পে মসজিদ/ঈদগাহের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে;
৪। ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদ/ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না;
৫। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে নামাজে দাড়ানাের ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে • দাড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে;
৬। করােনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান রাব্বল আলামিনের দরবারে খতিব ও ইমামগণকে দোয়া করার জন্য অনুরােধ করা হলাে;
৭। সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলাে বাস্তবায়ন নিশ্চিত করার ‘ জন্য অনুরােধ করা হলাে;
৮। পশু কোরবানীর ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
২। প্রাণঘাতি করােনা ভাইরাস সংক্রমন রােধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধিবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরােধ জানানাে হলাে।
৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলাে।
(মাে: মােস্তফা কাইয়ুম)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫১২২৮৬
স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদুল আজহা নামাজের জামায়াত অনুষ্ঠানের নির্দেশনা ২০২২: ডাউনলোড