সকল মন্ত্রণালয়/বিভাগ (অধীনস্ত দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তরসহ) এর ১ম ও ২য় শ্রেণীর পদে এডহকভিত্তিক সরাসরি নিয়োগ এবং বাংলাদেশ কর্ম কমিশনের আওতা বহির্ভূত ১ম ও ২য় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের বিষয় বিবেচনার জন্য নিম্নবর্ণিত কমিটি গঠন করা হয়েছে।
(১) ১ম শ্রেণীর পদে এডহকভিত্তিক সরাসরি নিয়োগ এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বর্হিভূত ১ম শ্রেণীর পদে সরাসরি নিয়োগ প্রদান বিষয়ক কমিটি।
(ক) কমিটি গঠন:
- প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সচিব/অতিরিক্ত সচিব-সভাপতি
- সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য
- অর্থ বিভাগের যুগ্ন-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য
- সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর এর প্রধান-সদস্য
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরিচালক পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য
- বিশেষজ্ঞ প্রতিনিধি (প্রযোজ্য ক্ষেত্রে)-সদস্য
- প্রশাসনিক মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব/সম পর্যায়ের কর্মকর্তা-সদস্য সচিব
(খ) কমিটির কার্যপরিধি:
(১) সংশ্লিষ্ট নিয়োগবিধির শর্ত পূরণ সাপেক্ষে সকল মন্ত্রণালয়/বিভাগ ও তদাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তরের ১ম শ্রেণীর পদে এডহক ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রদানের জন্য প্রার্থী বাছাই কার্যক্রম ও সুুপারিশ প্রদান।
(২) সংশ্লিষ্ট নিয়োাগবিধির শর্তপূরণ সাপেক্ষে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বর্হিভূত ১ম শ্রেণীর পদে সরাসরি নিয়োগ প্রদানের জন্য বাছাই কার্যক্রম ও সুপারিশ প্রদান।
পাতা-২
(২) ২য় শ্রেণীর পদে এডহকভিত্তিক সরাসরি নিয়োগ এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বর্হিভূত ২য় শ্রেণীর পদে নিয়োগ প্রদান বিষয়ক কমিটি:
১। প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্ন সচিব-সভাপতি
২। সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য
৩। অর্থ বিভাগের উপ-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য
৪। সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর এর একজন প্রতিনিধি-সদস্য
৫। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উপ-পরিচালক পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য
৬। প্রশাসনিক মন্ত্রণালয়ের উপ-সচিব/সম পর্যায়ের একজন প্রতিনিধি-সদস্য সচিব
(খ) কমিটির কার্যপরিধি:
(১) সংশ্লিষ্ট নিয়োগবিধির শর্ত পূরণ সাপেক্ষে সকল মন্ত্রণালয়/বিভাগ ও তদাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তরের ২য় শ্রেণীর পদে এডহক ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রদানের জন্য প্রার্থী বাছাই কার্যক্রম ও সুুপারিশ প্রদান।
(২) সংশ্লিষ্ট নিয়োাগবিধির শর্তপূরণ সাপেক্ষে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বর্হিভূত ২য় শ্রেণীর পদে সরাসরি নিয়োগ প্রদানের জন্য বাছাই কার্যক্রম ও সুপারিশ প্রদান।
পরিপত্রটির মূল JPEG কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
পরিশেষে, পরামর্শ হলো আপনি উক্ত তথ্যগুলো জানুন এবং অপরকে জানান। আরও কোন তথ্য জানার থাকলে ইমেইল করুন: alaminmia.tangail@gmail.com এ।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বহির্ভূত সকল মন্ত্রণালয়/বিভাগ এর আওতাধীন দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর এর ৭-৯ গ্রেডের এবং ১০-১২ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান বিষয়ক কমিটি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) এর জন্য কি এই কমিটি প্রযোজ্য? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান
অবশ্যই।