একজন অফিস সহায়কের সাকুল্য বেতন ১৪-১৫ হাজার টাকা মাত্র-ছয় সদস্যের পরিবারের জন্য যা নিতান্তই অনেক কম বেতন-অফিস সহায়কের বেতন কত?
বাংলাদেশের জাতীয় পে স্কেল, ২০১৫ কে ২০টি গ্রেডে বিভক্ত করা হয়েছে। ১-২০ তম গ্রেডের সর্বনিম্ন গ্রেড ২০ যার বেতন স্কেল ৮২৫০ টাকা -২০০১০ টাকা। অর্থাৎ একজন ২০ তম গ্রেডের কর্মচারী চাকরিতে প্রবেশের প্রারম্ভিক বেতন ৮২৫০ টাকা, ১৮ বছর চাকরি করলে প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে ২০০১০ টাকায় পৌছাবে, তারপর আর ইনক্রিমেন্ট লাগবে না অর্থাৎ আঠার বছর চাকরি করার পর আর কোন ইনক্রিমেন্ট লাগবে না (সিলিং এ পৌছে গেলে আর ইনক্রিমেন্ট লাগে না।
৮২৫০ -৮৬৭০- ৯১১০- ৯৫৭০- ১০০৫০- ১০৫৬০-১১০৯০ -১১৬৫০- ১২২৪০-১২৮৬০-১৩৫১০ -১৪১৯০-১৪৯০০-১৫৬৫০- ১৬৪৪০-১৭২৭০ -১৮১৪০ -১৯০৫০-২০০১০ এই ইনক্রিমেন্টগুলো পাওয়ার পর আর কোন ইনক্রিমেন্ট উক্ত কর্মচারী প্রাপ্য হবেন না। অনেক কর্মচারীই আছে যাদের অফিস সহায়ক পদে যোগদান এবং এই পদেই অবসর তাদের কোন পদোন্নতি হয় না। তবে উচ্চতর গ্রেড পেয়ে ১৯ বা ১৮ তম গ্রেডে পৌছালেও তেমন কোন সুবিধা প্রাপ্য হন না।
এখন দেখবো ঢাকা শহরে চাকরি করলে ২০ তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন পান।
- মাসিক মূল বেতন ৮২৫০ টাকা।
- মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬৫% হারে ৫৬০০ টাকা।
- মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
- মাসিক শিক্ষা ভাতা ১০০০ টাকা (একসন্তানের জন্য ৫০০ টাকা হারে)
- মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা।
- মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
- মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা ১০০ টাকা।
একজন অফিস সহায়ক মাসে সর্ব সাকুল্যে ১৬৯৫০ টাকা।
অফিস সহায়কের নিয়োগপত্র । যে স্কেলে একজন অফিস সহায়ক বা অফিস সাপোর্ট স্টাফ বেতন পান
এখন দেখবো পৌর এলাকায় চাকরি করলে ২০ তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন পান।
- মাসিক মূল বেতন ৮২৫০ টাকা।
- মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫৫% হারে ৫০০০ টাকা।
- মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
- মাসিক শিক্ষা ভাতা ১০০০ টাকা (একসন্তানের জন্য ৫০০ টাকা হারে)
- মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা।
- মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
- মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা ১০০ টাকা।
একজন অফিস সহায়ক মাসে সর্ব সাকুল্যে ১৬৩৫০ টাকা।
এখন দেখবো উপজেলা বা অন্যান্য এলাকায় চাকরি করলে ২০ তম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন পান।
- মাসিক মূল বেতন ৮২৫০ টাকা।
- মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০% হারে ৪৫০০ টাকা।
- মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
- মাসিক শিক্ষা ভাতা ১০০০ টাকা (একসন্তানের জন্য ৫০০ টাকা হারে)
- মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা।
- মাসিক টিফিন ভাতা ২০০ টাকা।
- মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা ১০০ টাকা।
একজন অফিস সহায়ক মাসে সর্ব সাকুল্যে ১৫৮৫০ টাকা।
সকল জাতীয় পে স্কেল গেজেট (১৯৭৩-২০১৫) : ডাউনলোড
১৬ তম গ্রেডের বেতন নিয়ে এমন একটি পোস্ট চাই।
20 তম গ্রেড চাকরি শেষে কত টাকা পাবে বলবেন একটু
বর্তমানে যারা যাচ্ছে ২০ হাজার বেসিকে ২০ লাখের মত এককালীন। তবে তারা ৩৬০ টাকায় যোগদান করেছিল।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারী চাকরি শেষে এককালীন কতটাকা পাবেন
২২ মাসের মূল বেতন https://bdservicerules.info/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ad%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/
একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী কী সকল ক্ষেত্রে চাকরি শেষে এককালীন টাকা পায় । পেলে কত টাকা হতে পারে। প্লিজ বলবেন।
অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের ন্যায় পেনশন ও আনুতোষিক পাবেন। https://bdservicerules.info/%E0%A6%86%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF/
আমাদের সমস্যাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। দয়া করে সাহায্য করবেন কি?
বিস্তারিত সুজ্জিত করে লিখে alaminmia.tangail@gmail.com এ মেইল করুন।
মাত্র ৩ হাজার টাকা বেতন। আল আরফা ব্যাংকে একজন কেয়ারটেকারের প্রথম জয়েন্ট হওয়ার পর। এরপর ধীরে ধীরে কি বেতন বাড়ে এই ব্যাংকে ?
এটি কি আউটসোর্সিং?
অফিস সহায়ক চাকরির প্রমোশন হয় কিনা জানাবেন
হয়। তবে সব দপ্তরে না। যে দপ্তরে চাকরি করছেন সেই দপ্তরের নিয়োগ বিধি দেখতে হবে।
রাজস্ব আউটসোর্সিং পল্লী বিদ্যুতে অফিস সহায়কে চাকরি করলে কি পেনশন পাবে?
না।
এমপিওভুক্ত স্কুল এ অফিস সহায়ক এর চাকরির মান কত বা কোন শ্রেণির কোন গ্রেড। এবং বেতন কত?
২০ গ্রেডের চাকরি। জাতীয় বেতন স্কেল অনুসারেই বেতন পাবেন। শুধু সরকারি অংশ সরকার দিবে এবং স্কুলের অংশসহ ১১-১২ হাজার।
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২০ তম গ্রেডে অফিস সহায়কের সর্বমোট বেতন কত হবে?
মূল বেতন গ্রেড অনুযায়ী ৮২৫০, বাড়ি ভাড়া ১০০০, চিকিৎসা ভাতা ৫০০, শিক্ষা ভাতা ৫০০/১০০০ টাকা এই তো।
ভাই, ১.কর কমিশনার এর কার্যালয়ের একজন অফিস সহায়ক এর বেতন কত হয়?
২,তারা কি কোন পদন্নোতি পায়,? আর তারা পেনশন কেমন পায়??, ????????উত্তর দিন??
20, আমার জানামতে পদোন্নতি হয়।
যখন ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে আমার বেতন ১০০৫০৳ হবে। তখন কি বাড়ী ভাড়া বর্তমান বেতন ১০০৫০৳ এর ৫০% হবে? নাকি ৮২৫০৳ এর ৫০% হবে? কোনটা হিসেব করা হবে?
বর্তমান বেতন ১০০৫০ এর ৫০% হবে।
ভাই এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের অফিস সহায়ক কি পেনসন পায়?আর সেটা কত হতে পারে?
মাসিক পেনশন পায় না। গ্র্যাচুইটি পায় তবুও যদি সে এমপিওভূক্তির আওতায় আসে। ১৪ বছর চাকরি করলে ২২ মাসের মূল বেতনের সমান। বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির প্র্যাপ্যতা।
অফিস সহায়ক চাকরি করে কি কোয়ার্টার পাওয়া যায়?
অবশ্যই পাওয়া যায়। বি টাইপ বাসা পাওয়া যাবে।
ভাই
অফিস সহায়ক পদে নতুন জয়েন্ট করলে
প্রতম মাসে সেলারি কত পায়
প্লিজ একটু জানাবেন
উপজেলায় ১৪ হাজার+
যখন মুল বেতন ২০০১০ টাকা হয় তখন মোট বেতন কত হবে?
২০০১০+৯০০৪+১৫০০+২০০+১০০ = ৩০৮১৪ টাকা।
ভাই এম পি ও ভুক্ত স্কুলে অফিস সহায়কের মোট বেতন কত আসে প্রথমে
১৩-১৪ হাজার।
বিমান বাহিনীর বেসামরিক লস্কর ফায়ার ফাইটার পদে পেনশন কেমন আছে
বেতন ৯৩০০ থেকে শুরু। যারা বর্তমানে পেনশনে যাচ্ছে তারা ২৫-৩০ লক্ষ টাকা আনুতোষিক পাচ্ছে এবং ১২-১৩ হাজার মাসিক পেনশন পাচ্ছেন।
আসসালামুয়ালাইকুম।ভাই হাই স্কুলের এমপিওভুক্ত নিরাপত্তা কর্মী পদে প্রথম অবস্থায় বেতন কত ? এবং তাদের সাপ্তাহিক বা মাসিক ও বাৎসরিক কোন ছুটি আছে কিনা? এবং তারা পেনশন পায় কিনা? দয়া করে উত্তর দিলে খুশি হব । আর এই চাকরি হাই স্কুল যদি সিটি করপোরেশনের আন্ডারে হয়ে যায় ? তখন বেতন ও ছুটি এবং পেনশন কেমন হবে? দয়া করে জানাবেন ।
মোট বেতন ১৩-১৪ হাজার। সাপ্তাহিক ছুটি সবার মত থাকলেও খুব একটা ভোগ করতে পারে না। এমপিওভূক্ত হলে গ্র্যাচু্ইটি পায়। মাসিক পেনশন নেই। সিটি কর্পোরেশনের অধীনে গেলে সব রকম সুবিধা একটু হলেও বেশি পাওয়া যাবে।
এমপিও ভুক্ত হাইস্কুলে অফিস সহায়ক সবমিলিয়ে কত টাকা বেতন পাবে।এবং কত পারসেন্ট কেটে রাখবে এবং কত টাকা দেবে
১৩-১৪ হাজার টাকা হাতে পাবেন।
একজন অফিস সহায়ক যে বেতন পান তা বৈষম্য ছাড়া আর কিছুই নয়। অথচ একজন কর্মকর্তা পোষাক ভাতাও তার চেয়ে বেশি পান। সোনার বাংলা, জয় বাংলা। সফল হোক, সার্থক হোক।
সহমত। এ বৈষম্যের নিরসন প্রয়োজন।
বন অধিদপ্তর অফিস সহায়ক এর কি পদ উন্নতি হয়? আর সুযোগ সুবিধে কি রকম আমাকে একটু জানাবেন ভাই।
নিয়োগ বিধি দেখতে হবে।
দয়াকরে সব নিয়োগ বিধি দেখে কি আমাকে একটু জানাবেন? আমার অনেক বড় একটা উপকার হতো। আর বন অধিদপ্তর এর চলতি সার্কুলার তো ফুল সরকারি তাই না?
সার্কুলার লিংক দেন
ভাইয়া বিজিবির বাবুর্চি পদে বেতন ভাতা কি রকম। প্রথম মাসে কি রকম বেতন পাওয়া যায়। আর এটা কি কোয়ার্টার পাওয়া যায়। এটাতে কি পেনশন পাওয়া যায় আর পেলে কত টাকা পাওয়া যাবে। প্লিজ ভাইয়া উত্তরটা দেবেন আশা করি। অগ্রিম ধন্যবাদ।
পেনশন পাওয়া যায়। ২০ গ্রেড। ১৪-১৫ হাজার টাকার মত মোট বেতন পাবেন।
বাবুর্চি পদে কি কোয়ার্টার পাওয়া যায়
সরকারি যে কোন পদেই কোয়ার্টার পাওয়া যায়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে কি পদোন্নতি হয় ??
জি অবশ্যই। মন্ত্রণালয়ের নিয়োগ বিধি মোতাবেক ৫ বছর পরই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পুলিশ কল্যাণ ট্রাস্ট অফিস সহায়ক এর বেতন কত
একই বেতন।