সরকারি ও এমপিও স্কুলের মধ্যে পড়াশুনার কোন পার্থক্য না থাকলেও বেতন ভাতায় বিশাল ফারাক পরিলক্ষিত হয়-একই বই এবং সিলেবাস পড়ানো হলেও বেতন স্কেল ও ভাতাদি এক নয়-আমরা জানি এমপিও স্কুলের ক্ষেত্রে সরকার অর্ধেক বহন করে অবশিষ্ট অর্ধেক প্রতিষ্ঠান বহন করে থাকে– সরকারী ও এমপিও বিদ্যালয়ের বেতন ভাতাদি ২০২৫
সরকারি স্কুল কি ১০ম গ্রেডের?– সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ দশম (১০) গ্রেডে বেতন ভাতাদি পেয়ে থাকেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল কত ? সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের বেতন ২০২৪ সালে শিক্ষকদের শুরুতে মুল বেতন ১৬,০০০/- টাকা ও ১০ম গ্রেডের শেষ আহরিত মুল বেতন ৩৮,৬৪০/- টাকা।
একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কত টাকা বেতন পান? একজন MPOভূক্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২৫০০ মূল বেতন পান (সরকারি অংশ+বেসরকারি অংশ), বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। সেদিক থেকে হিসাব করলে ১২৫০০+১০০০+৫০০ = ১৪০০০ টাকা মাত্র বেতন ভাতা পেয়ে থাকেন।
ভাতাগুলোতে কি বড় পার্থক্য? হ্যাঁ। মূল বেতনেও পার্থক্য রযেছে। এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা নির্ভর করে তাঁদের পদমর্যাদা, অভিজ্ঞতা, এবং প্রতিষ্ঠানের ধরনের উপর। এমপিও হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতায় সরকারের অংশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উৎসব ভাতা চূড়ান্ত করে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২৫ শতাংশ বোনাস দেওয়া হয়। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন কিছু বেতন ভাতা নীতিমালা কার্যকর হয়েছে।
সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন ভাতায় বৈষম্য / বেতন স্কেল একই করা হলে সরকারি কোষাগার হতে খুব একটা ভর্তুকী দিতে হবে না
এমপিও স্কুল কি? এমপিও স্কুল হলো সেই স্কুল, যেখানকার শিক্ষকদের বেতন মাসিক বেতন আদেশ (এমপিও) এর আওতায় দেওয়া হয়। এমপিও হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনের সরকারের অংশ। কলেজ পর্যায়ে অন্তত ৬০ জন পরীক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক স্কুল পর্যায়ে অন্তত ৪০ জন পরীক্ষার্থী থাকতে হবে। সরকার বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের ১০০ শতাংশ প্রদান করে। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ২৫% দেওয়া হয়। দুই ঈদে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা দেওয়া হয়।
Caption: MPO Recruitment rules bd
সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা ২০২৫ । বড় পরির্তন গুলো সংশোধন করা যেতে পারে
সরকারি সুযোগ সুবিধা ২০২৫ | বেতন ভাতাদি | বেসরকারি সুযোগ সুবিধা ২০২৫ | বেতন ভাতাদি |
সরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন গ্রেড | (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) | সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন গ্রেড | (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) |
বাড়ি ভাড়া ভাতা | (উপজেলা মূল বেতনের ৪৫%, ৫০%, ৬০%) | বাড়ি ভাড়া | নির্ধারিত ১০০০/- টাকা। |
চিকিৎসা ভাতা | ১,৫০০/- | চিকিৎসা ভাতা | ৫০০/- |
বৈশাখী ভাতা | ২০% | বৈশাখী ভাতা | ২০% |
উৎসব ভাতা | ১০০% | উৎসব ভাতা | শিক্ষকদের ২৫% কর্মচারীদের ৫০% |
বার্ষিক ইনক্রিমেন্ট | গড়ে ৫% বা বেশি | বার্ষিক ইনক্রিমেন্ট | নির্ধারিত ৫% হারে |
পদোন্নতি | বিদ্যমান | পদোন্নতি | নেই বললেই চলে |
বদলির সুযোগ | বিদ্যমান | বদলির সুযোগ | সুযোগ নাই |
একজন হাই স্কুলের কেরানির বেতন কত?
একজন হাই স্কুলের কেরানি মূল বেতন হিসেবে প্রতি মাসে ৮২৫০ টাকা পেয়ে থাকেন। এর বাহিরেও তারা প্রতি মাসে বাসস্থান বাবদ ও চিকিৎসা বাবদ দুইটি ভাতা পেয়ে থাকে। ইতোমধ্যেই আমরা জেনেছি যে হাই স্কুলের একজন কেরানী বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা ও চিকিৎসা বাবদ প্রতি মাসে ৫০০ টাকা পেয়ে থাকেন। হাইস্কুলের কেরানির বেতন নির্ভর করে কর্মস্থল, পদমর্যাদা, এবং অভিজ্ঞতার ওপর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা (এমপিও) সরকারি অংশ প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যায়। জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়। সিলেকশন গ্রেড প্রাপ্ত কর্মকর্তাদের বেতন সরাসরি সিলেকশন গ্রেড স্কেলে নির্ধারণ করা হয়।