সঞ্চয় অধিদপ্তরের ১১ ধরনের সেবার মধ্যে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র, এটি প্রবর্তন করা হয়েছে ১৯৭৭ খ্রি: সালে। এতে মুনাফার হার রাখা হয়েছে মেয়াদানেন্ত ১১.২৮%। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ১ম বছরান্তে ৯.৩৫%, ২য় বছরান্তে ৯.৮০, ৩য় বছরান্তে ১০.২৫% এবং ৪র্থ বছরান্তে ১০.৭৫% হারে মুনাফা প্রাপ্য হবে। এখানে মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র ভাঙ্গালে বা নগদায়ন করলে উক্ত হার প্রযোজ্য হইবে।
কত টাকা মূল্যের ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র ক্রয় করা যাবে?
- ১০, ১০০, ৫০০, ১০০০ থেকে ১০ লক্ষ টাকা মূল্য পর্যন্ত ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করা যাবে।
কোথায় পাওয়া যায়?
- জাতীয় সঞ্চয় ব্যুরো,
- বাংলাদেশ ব্যাংক তফসিলী ব্যাংক
- এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।
এ সঞ্চয় পত্রের মেয়াদ?
- ৫ (পাঁচ) বছর।
যারা ক্রয় করতে পারবেন:
ক) প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক অথবা যৌথ নামে;
খ) আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২) এর বিধি-৪৯ এর উপবিধি (২) এ সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্য তহবিল এবং ববিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী ভবিষ্য তহবিল;
গ) আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৬স্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী মৎস খামার, হাঁস-মুরগীর খামার, পেলিটেট পোলট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদন খামার এবং ফল ও লতা পাতার চাষ হতে অর্জিত আয় যা সংশ্লিষ্ট -উপ-কমিশনার কর্তৃক প্রত্যায়ণকৃত।
ক্রয়ের উর্ধ্বসীমা কত?
(ক) ব্যক্তির ক্ষেত্রে: একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ন নামে ৬০ লক্ষ
খ) প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই।
অন্যান্য সুবিধা:
- এক মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুন: বিনিয়োগ সুবিধা বিদ্যমান;
- নমিনী নিয়োগ করা যায়; ক্রেতা মৃত্যুবরণ করলে নমিনি যে কোন সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন। নমিনী ইচ্ছা করলে মেয়াদপূর্তি করেও সঞ্চয়পত্র নগদায়ণ করতে পারবে;
- সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়;
- সঞ্চয়পত্র এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয়পত্র ব্যুরো হতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হতে ব্যাংক এবং ডাকঘর হতে ডাকঘর);
- সঞ্চয়পত্র হারিয়ে গেলে, চুরি হলে, পুরে গেলে বা কোন কারণে বিনষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়।
All Good, Thank you.