আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ প্রধানত সরকারের পক্ষে জাতীয় সংসদে উত্থাপনের লক্ষ্যে সকল আইন প্রণয়নের প্রস্তাব/বিল ইত্যাদির খসড়া প্রস্তত ও পরীক্ষা নিরীক্ষা করে থাকে।
অধ্যাদেশের খসড়া প্রণয়ন ও অধ্যাদেশ জারি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে উহা জাতীয় সংসদে উথাপন করাও এ বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। সকল অধঃস্তন আইন, যেমন:- বিধি, প্রবিধি, উপ-আইন, প্রজ্ঞাপন ইত্যাদি এবং সকল আন্তর্জাতিক চুক্তি এবং আইনগত ভিত্তি আছে এমন সকল আইনগত বিষয়সহ গুরুত্বপূর্ণ সকল চুক্তি ভেটিংয়ের কাজও এ বিভাগ করে থাকে। এছাড়াও এ বিভাগ সংবিধান এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের আইন, বিধি, প্রবিধি, উপ-আইন, সমঝোতা স্মারক, আন্তর্জাতিক চুক্তি, সন্ধি, ইত্যাদির ক্ষেত্রে আইনগত মতামত প্রদান করে থাকে । সকল আইন ও আইনানুগ দলিল বিশেষতঃ ইংরেজী হতে বাংলায় এবং বাংলা হতে ইংরেজীতে অনুবাদ করা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অন্যতম দায়িত্ব। ২০১১ সনে প্রণীত আইনসমূহ নিম্নরুপ।
নং | আইনের নাম | গেজেট প্রকাশের তারিখ | ডাউনলোড |
১ | Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898)
(২০১১ সনের ১ নং আইন) | ৯ই মার্চ, ২০১১ | ডাউনলোড |
২ | National Sports Council (Amendment) Act, 2011
(২০১১ সনের ২ নং আইন) | ৯ই মার্চ, ২০১১ | ডাউনলোড |
৩ | বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১
(২০১১ সনের ৩ নং আইন) | ৯ই মার্চ, ২০১১ | ডাউনলোড |
৪ | Christain Religious Welfare Trust (Amendment) Act, 2011
(২০১১ সনের ৪ নং আইন) | ২২ শে মার্চ, ২০১১ | ডাউনলোড |
৫ | উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১
(২০১১ সনের ৫ নং আইন) | ৫ই এপ্রিল, ২০১১ | ডাউনলোড |
৬ | Administrative Tribunals (Amendment) Act, 2011
(২০১১ সনের ৬ নং আইন) | ৫ই এপ্রিল, ২০১১ | ডাউনলোড |
৭ | জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১
(২০১১ সনের ৭ নং আইন) | ২২ শে জুন, ২০১১ | ডাউনলোড |
৮ | Bangladesh Legal Practitioners and Bar Council (Amendment) Act, 2011
(২০১১ সনের ৮ নং আইন) | ২২শে জুন, ২০১১ | ডাউনলোড |
৯ | নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১১
(২০১১ সনের ৯ নং আইন) | ২২শে জুন, ২০১১ | ডাউনলোড |
১০ | কর-ন্যায়পাল (রহিতকরণ) আইন, ২০১১
২০১১ সনের ১০ নং আইন) | ২২শে জুন, ২০১১ | ডাউনলোড |
১১ | ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০১১
(২০১১ সনের ১১ নং আইন) | ৩০শে জুন, ২০১১ | ডাউনলোড |
১২ | অর্থ আইন, ২০১১
(২০১১ সনের ১২ নং আইন) | ৩০শে জুন, ২০১১ | ডাউনলোড |
১৩ | নির্দিষ্টকরণ আইন, ২০১১
(২০১১ সনের ১৩ নং আইন) | ৩০শে জুন, ২০১১ | ডাউনলোড |
১৪ | সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১
(২০১১ সনের ১৪ নং আইন) | ৩রা জুলাই, ২০১১ | ডাউনলোড |
১৫ | ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১
(২০১১ সনের ১৫ নং আইন) | ২০শে সেপ্টেম্বর, ২০১১ | ডাউনলোড |
১৬ | পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১
(২০১১ সনের ১৬ নং আইন) | ২০শে সেপ্টেম্বর, ২০১১ | ডাউনলোড |
১৭ | আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১১
(২০১১ সনের ১৭ নং আইন) | ১ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
১৮ | The Lepers (Repeal) Act, 2011
(২০১১ সনের ১৮ নং আইন) | ১ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
১৯ | বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১
(২০১১ সনের ১৯ নং আইন) | ১ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
২০ | চলচ্চিত্র সংসদ (নিবন্ধন) আইন, ২০১১
(২০১১ সনের ২০ নং আইন) | ১ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
২১ | উপজেলা পরিষদ (সংশোধন ) আইন, ২০১১
(২০১১ সনের ২১ নং আইন) | ১ ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
২২ | স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০১১
(২০১১ সনের ২২ নং আইন) | ১ ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
২৩ | অর্পিত সম্পত্তি প্রত্যর্পন (সংশোধন) আইন, ২০১১
(২০১১ সনের ২৩ নং আইন) | ১১ ডিসেম্বর, ২০১১ | ডাউনলোড |
আইনসমূহের সংকলন, সংহতকরণ, অভিযোজন এবং উহার কারিগরি সংশোধন লেজিসলেটিভ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি অংশ। বিদ্যমান সকল আইনের পর্যায়বৃত্ত মুদ্রণ ও প্রকাশনা এবং প্রকাশনাসমূহের কপিরাইট নিয়ন্ত্রণ ও সংরক্ষণের কাজটিও এ বিভাগের কার্যপরিধিভুক্ত। জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন কমিশনের প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ হিসেবে এ বিভাগ যাবতীয় কাজ করে থাকে। এছাড়া, সংসদ বিষয়ক নির্দিষ্ট কিছু কাজও এ বিভাগের আওতাধীন।