বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের সরকার উৎখাত হওয়ার পর নতুন গভর্নর নিয়োগ প্রদান করা হয়েছে- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন ড. আহসান এইচ মনসুর- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর প্রজ্ঞাপন জারি ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কত বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে? আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক, অর্ডার ১৯৭২ এর ১০(৫) অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গভর্নর নিয়োগ দিতে বয়স শীথিল করা হলো? হ্যাঁ। আইন পরিবর্তন করে নিয়োগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। বিজ্ঞ ব্যক্তিদের মতে দেশের যোগ্য লোকের অভাব হলে এমনটি করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রজ্ঞাপন ২০২৫ । বয়স সীমা তুলে দিয়ে নতুন গভর্নর নিয়োগ প্রদান করা হয়েছে
সরকারের চুক্তি ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে একজন উচ্চ পদস্ত কর্মকর্তা বা ব্যাংকারের বেতন কত তা সুনির্দিষ্ট নয়। এক্ষেত্রে পে স্কেল অনুযায়ী স্থায়ী পদের কর্মকর্তাগণ বেতন ভাতাদি পেলেও চুক্তি ভিত্তিক একজন গভর্নরের বেতন ভাতাদি চুক্তিতে উল্লিখিত শর্তাবলী মোতাবেক নির্ধারিত থাকে যা প্রকাশিত হয় না।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর প্রজ্ঞাপন জারি ২০২৪: ডাউনলোড
ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন ভাতাদি কেমন?
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম বেতন পান সরকারি খাতের রূপালী ব্যাংকের এমডি। গত বছর এ ব্যাংকের এমডি প্রতি মাসে পেয়েছেন ৬৮ হাজার ৮৩০ টাকা। আগের বছরে এমডির বেতন বাবদ খরচ ছিল ৫৭ হাজার ৭৮০ টাকা। রূপালী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের এমডির বেতন লাখ টাকার নিচে নেই। রূপালী ব্যাংকের এমডি তাদের নিয়মিত কর্মকর্তা। তিনি পে-স্কেল অনুসারে বেতন পান। যেহেতু সরকারি বাসায় তিনি থাকেন, সেহেতু বাসা ভাড়াও পান না। অন্য সব ব্যাংকে চুক্তিভিত্তিক এমডি থাকায় এমডির বেতন বাবদ তাদের খরচ অনেক বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি। গত বছর তিনি প্রতি মাসে পেয়েছেন ১২ লাখ ৮৮ হাজার টাকা। তার আগের বছর পেয়েছিলেন ১২ লাখ ৭৯ হাজার টাকা। প্রতি মাসে সাড়ে ১২ লাখ টাকার বেশি বেতন পান মিউচুয়াল ট্রাস্ট ও দি সিটি ব্যাংকের এমডি।
একজন ব্যাংকার এর সর্বনিম্নবেতন ভাতাদি কত? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নীতিমালা বা নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের এন্ট্রি লেভেল কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা। তবে শিক্ষানবিশকাল শেষে কর্মকর্তাদের ন্যূনতম ৩৯ হাজার টাকা বেতন-ভাতা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক বেতন স্কেল ২০২৫ । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বেতন কত?