অর্থ বিভাগের ১৩/০২/২০১১ তারিখের ০৭.১৭২.০১৮.০০.০৩.২০১০.১৬ নং স্মারক অনুযায়ী ১ম শ্রেণীর নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী সার্জনদের চাকুরী বাংলাদেশ সরকারী কর্মকমিশন কর্তৃক বিসিএস (স্বাস্থ্য ক্যাডার নিয়মিত না করা পর্যন্ত তাঁদেরকে প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১২ (ক) ও ১২ (গ) মোতাবেক ০২ (দুই) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই-মেডিকেল অফিসার অগ্রিম ইনক্রিমেন্ট ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
স্মারক নং ০৭.০৩.০০০০.০১০.১১.১৭৩.০৫.৬৭৯ তারিখ: ১২/০৭/২০১৮ খ্রি:
বরাবর,
প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা
স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রণালয়
হিসাব ভবর, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
বিষয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আওতায় নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গণের ০৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে অত্র কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.১১.১৭৩.০৫-৫৪৯ তারিখ: ১৪/০৯/২০১৭ খ্রি: এর সংশোধিত আদেশ।
সূত্র: ০৭.০৩.০০০০.০১০.১১.১৭৩.০৫.৫৪৯; তারিখ: ১৪/০৯/২০১৭ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ আদেশ এর আংশিক সংশোধনক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের ১৩/০২/২০১১ তারিখের ০৭.১৭২.০১৮.০০.০৩.২০১০.১৬ নং স্মারক অনুযায়ী ১ম শ্রেণীর নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী সার্জনদের চাকুরী বাংলাদেশ সরকারী কর্মকমিশন কর্তৃক বিসিএস (স্বাস্থ্য ক্যাডার নিয়মিত না করা পর্যন্ত তাঁদেরকে প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১২ (ক) ও ১২ (গ) মোতাবেক ০২ (দুই) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই্।
(মিয়া মোহাম্মদ মজিবুল হক)
উপ-হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
ফোন: ৯৩৫৬৫০১
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার নিয়মিত না করা পর্যন্ত ২টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই সংক্রান্ত আদেশ: ডাউনলোড
বেতন সংরক্ষণের পরও কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন?
জনাব রতন কুমার বলেন ‘আমি ৩১তম বিসিএস এর মাধ্যমে সহকারী সার্জন নন-ক্যাডার পদে বাংলাদেশ রেলওয়ে তে ০৪/০৭/২০১৩ ইং তারিখে যোগদান করি। যোগদান কালীন সময়ে আমি মূল বেতন পাই _ ১১,৪৯০/- আমি ডাক্তার হওয়া সও্বেও নন-ক্যাডার এর জন্য নাকি আমি বাড়তি ইনক্রিমেন্ট (যা ট্যাকনিক্যাল হিসেবে ডাক্তার/ইনজিনিয়ার রা পেয়ে থাকেন) পাবোনা বলে জানানো হয়, ০৩/০৭/২০১৪ইং তারিখ ১বছর পুর্তিতে আমি ১টা ইনক্রিমেন্ট পাই আমার মূল বেতন হয় ১১,৯৮০/-, ০৬/০৮/২০১৪ ইং পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে চাকুরি করি, যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ৩৩তম বিসিএস এর মাধ্যমে ০৭/০৮/২০১৪ইং তারিখ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করি, টেকনিক্যাল ক্যাডার হিসেবে শুরুতেই ১১,৯৮০/- মূল বেতনে বেতন-ভাতাদি পাই, পরে নতুন বেতন স্কেল অনুযায়ী প্রথমে ৮ম গ্রেডে ফিক্সেশন হয় ২৩০০০/-স্কেলে, পরবর্তীতে ৮ম হতে ৯ম গ্রেড করা হলেও একটি বদ্ধৃত ইনক্রিমেন্ট দিয়ে ৯ম গ্রেডে ২৩১০০/-টাকায় + ১টি ট্যাকনিক্যাল বিশেষ ইনক্রিমেন্ট নিয়ে ২৪২৬০/- টাকায় বেতন নির্ধারন হয়, ৩৩তম বিসিএস এর বেতন হিসেবে আমি এখন ২৬৭৬০/-মূল বেতন পাই, ৩৩তম বিসিএস এ যোগদানের পর আমি পূর্বের চাকুরির ধারাবাহিকতা রক্ষা ও বেতন সংরক্ষেনের আবেদন করি, এবং মন্ত্রণালয় আমার পূর্বের চাকুরীর ধারাবাহিকতা রক্ষা ও বেতন সংরক্ষন এর আদেশ প্রদান করেন।
অতঃপর আমি যেহেতু ৩৩তম বিসিএস এ যোগদানের পূর্বে ১৩ মাস ৪ দিন চাকুরী করেছি , আগের চাকুরিতে ১ বছর পুর্তিতে একটি ইনক্রিমেন্ট ছিল এবংআমার পূর্বের চাকুরীর ধারাবাহিকতা রক্ষা ও বেতন সংরক্ষন এর আদেশ পাই , তাই বেতন পুনঃনির্ধারণের জন্য হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর আবেদন করি , আবেদনের প্রেক্ষিতে আমার বেতন পুনঃনির্ধারন করতে গিয়ে দেখা যায় অনলাইন বেতন নির্ধারণ ফরমে নতুন স্কেল অনুযায়ী ফিক্সেশনের সময় ৮ম গ্রেড হতে ৯ম গ্রেড করার সময় যে অতিরিক্ত ইনক্রিমেন্ট দেয়া হয়েছিন ঐ অপশনটা এখন আর নেই যা আগে ছিল, তাতে আমার পূর্বের যোগদান কাল গণনা করেও আমার বর্তমান বেতন দাড়াঁয় ২৬৭৬০/- যা আমি ৩৩তম হিসেবেই পাচ্ছি, যদি ৮ম হতে ৯ম গ্রেড হওয়ার ইনক্রিমেন্ট অপশন থাকলে আমার বেতন দাড়াঁতো ২৮১০০/ টাকা আমার মতে আমার বেতন এটাই হবার কথা পূর্বের ১৩ মাস ৪ দিনের চাকুরী করার কারনে আমার ১টা ইনক্রিমেন্ট যোগ হবার কথা, কিন্তুু হিসাব রক্ষন অফিস বলছে আমি ৮ম হতে ৯ম এর বিশেষ ইনক্রিমেন্ট টা পাবোনা এটা নাকি আমার বেলায় প্রযোজ্য হবেনা, আমার প্রশ্ন হলো ৩২তম বিসিএস এর যোগদান কাল আমার পরে হয়েও (৩০/১১/২০১৩ইং) তারা যদি ২৮১০০/- স্কেলে বেতন পাই।
যোগদানের সময়ই একটি ইনক্রিমেন্ট পাবেন?
হ্যাঁ। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ এর উপানুচ্ছেদ (৫) (ক) বিধান মোতাবেক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশক্রমে সরাসরি ৯ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বিবেচ্য সহকারী প্রোগ্রামারগণ ৯ম গ্রেডে প্রথম নিয়োগের সময় ১ (এক)টি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হবেন।