বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Cook and Security Allowance 2025 । সরকারি কুক ও সিকিউরিটি এলাউন্স কত?

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএলভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিবগণকে তাঁদের বাসভবনের জন্য একটি করে বাবুর্চি পদের সুবিধা প্রদানের পরিবর্তে মাসিক ১৬,০০০/- (ষোল হাজার) টাকা করে “কুক এলাউন্স” হিসেবে এবং ইয়ারমার্কড/স্বতন্ত্র/একক বাসা বা বাড়ীর ক্ষেত্রে একটি করে নিরাপত্তা প্রহরী পদের সুবিধা পরিবর্তে মাসিক ১৬,০০০/- (ষোল হাজার) টাকা করে “সিকিউরিটি এলাউন্স” হিসেবে প্রদান করা হয়-Cook and Security Allowance 2025

সচিবদের কুক এলাউন্স কি? বাংলাদেশ সরকারের সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা তাদের বাসভবনের জন্য মাসিক ১৬,০০০ টাকা ‘কুক এলাউন্স’ এবং মাসিক ১৬,০০০ টাকা ‘সিকিউরিটি এলাউন্স’ পান, যা মোট ৩২,০০০ টাকা। এই ভাতা গ্রহণের পর তারা সরকারি বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী পাবেন না। ​এই সুবিধা ১ অক্টোবর ২০১৭ সাল থেকে কার্যকর হয়েছে। ভাতা গ্রহণের ফলে সচিবদের বাসভবনের জন্য সৃজিত ৭৩টি বাবুর্চি ও ৭৩টি নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত করা হয়েছে।

সচিব সিকিউরিটি এলাউন্স কি? বাংলাদেশ সরকারের সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা তাদের বাসভবনের নিরাপত্তা প্রহরীর পদ সুবিধার পরিবর্তে মাসিক ১৬,০০০ টাকা ‘সিকিউরিটি এলাউন্স’ পান। এই ভাতা গ্রহণের ফলে তারা সরকারি নিরাপত্তা প্রহরী পাবেন না। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসন-১ শাখা

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১১০.০০.০১৭.১৫.১৬০৭; তারিখ: ০৮ অক্টোবর ২০১৭

পরিপত্র

বিষয়: মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএলভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিবগণকে তাঁদের বাসভবনের জন্য ০১ (এক) টি করে বাবুর্চি ও ০১ (এক) টি করে নিরাপত্তা প্রহরীসহ ০২ (দুই) টি সহায়ক জনবলের সুবিধাদির পরিবর্তে কুক এন্ড সিকিউরিটি এলাউন্স প্রদান।

নিম্নবর্ণিত শর্তে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএলভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিবগণকে তাঁদের বাসভবনের জন্য একটি করে বাবুর্চি পদের সুবিধা প্রদানের পরিবর্তে মাসিক ১৬,০০০/- (ষোল হাজার) টাকা করে “কুক এলাউন্স” হিসেবে এবং ইয়ারমার্কড/স্বতন্ত্র/একক বাসা বা বাড়ীর ক্ষেত্রে একটি করে নিরাপত্তা প্রহরী পদের সুবিধা পরিবর্তে মাসিক ১৬,০০০/- (ষোল হাজার) টাকা করে “সিকিউরিটি এলাউন্স” হিসেবে প্রদান করা হলো:

ক) কুক ও সিকিউরিটি এলাউন্স প্রদানের ক্ষেত্রে ডোমেস্টিক এইড এলাউন্স প্রাপ্য হবে না;

খ) কুক ও সিকিউরিটি এলাউন্স প্রদানের তারিখ হতে সরকারের সচিবগণের বাসভবনের জন্য সৃজিত ৭৩টি বাবুর্চি ও ৭৩টি নিরাপত্তা প্রহরী এর পদ বিলুপ্ত হবে;

গ) সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিবগণ যে দপ্তরেই কর্মরত থাকুন, তাঁরা এ সুবিধা প্রাপ্য হবেন।

০২। অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ-৩ অধিশাখার ২৭.০৯.২০১৭ তারিখের ০৭.১৫৩.০১৫.০৪.০০.০২.২০১০.৩৮৯ সংখ্যক পত্রের সম্মতির পরিপ্রেক্ষিতে এ পরিপত্র জারি করা হলো।

০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ০১ অক্টোবর ২০১৭ তারিখ হতে কার্যকর হবে।

স্বাক্ষরিত-

৮.১০.২০১৭

(ড. মো: মোজাম্মেল হক খান)

(Cook and Security allowance for secretaries) সচিবগণ কুক ও সিকিউরিটি এলাউন্স ২০১৭ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *