অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের সিটি কর্পোরেশনের মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপরসারণ করেন-এছাড়াও জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য পদের পদ হতে অপসারণ করা হয়–সরকারি পদ হতে অপসারণ আপডেট ২০২৪
সিটি কর্পোরেশন চলবে কি করে? – ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, মহাপরিচালক কর্মকর্তাগণকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে এবং তারা দৈনন্দিন কাজ সম্পন্ন করবেন।
অতিরিক্ত দায়িত্বের জন্য কি দায়িত্ব ভাতা পাবেন? হ্যাঁ। নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।
মেয়রের দায়িত্ব কে পালন করবেন? নতুন নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ (ক) এর উপধারা (৩) মোতাবেক পৌরসভার মেয়র-এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকগণ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া, অন্য কোন আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বড় ধরনের পরিবর্তনে হাত দিয়েছে সরকার / সম্প্রতি জারিকৃত গেজেটের বলে এসব পদ হতে তাদের অপসারণ করা হয়েছে
স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ (ক) এর উপধারা (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক কর্মকর্তাগণকে পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছে।
সম্পূর্ণ গেজেট ডাউনলোড: সিটি কর্পোরেশন PDF । জেলা পরিষদ PDF । উপজেলা পরিষদ PDF
সিটি কর্পোরেশনে দায়িত্ব পালান ২০২৪ । কি পদের মর্যাদাপ্রাপ্তগণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন?
- অতিরিক্ত সচিব স্থানীয় সরচার বিভাগ
- মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্থানীয় সরচার বিভাগ
- বিভাগীয় কমিশনার
- অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ
- মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
উপজেলা পরিষদ এর কাজ কি?
উপজেলা পরিষদ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি স্থানীয় সরকারের একটি ইউনিট যা একটি উপজেলার শাসন ও উন্নয়ন কাজের দায়িত্বে থাকে। উপজেলা পরিষদ গঠিত হয় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং পৌরসভার চেয়ারম্যান (যদি থাকে) দিয়ে থাকেন। উপজেলা পরিষদের মেয়াদকাল সাধারণত ৫ বছর। উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। স্বাস্থ্য, শিক্ষা, পানি সরবরাহ, সড়ক নির্মাণ ইত্যাদি মৌলিক সেবা প্রদানে সহায়তা করেন। জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তা নিষ্পত্তির চেষ্টা করেন। স্থানীয় সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে উপজেলার উন্নয়ন কাজ করেন। কেন্দ্রীয় ও জেলা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন।