সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারি জেলা শিক্ষা অফিসারের পদনাম পরিবর্তন ২০২৪ । বিদ্যমান প্রাথমিক শিক্ষা অফিসারের বিভিন্ন পদের নাম পরিবর্তন হয়েছে?

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের শিক্ষা অফিসার’ ও ‘সহকারী শিক্ষা অফিসার’ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা/থানা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসার’ পদনাম পরিবর্তন করা হয়েছে –জেলা শিক্ষা অফিসারের পদনাম পরিবর্তন ২০২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ। – প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের শিক্ষা অফিসার’ ও ‘সহকারী শিক্ষা অফিসার’ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের ‘উপজেলা/থানা শিক্ষা অফিসার’ ও ‘উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসার পদনাম নিম্নরূপভাবে পরিবর্তন করা হয়েছে।

সহকারী শিক্ষা অফিসার কে? সহকারী শিক্ষা অফিসার হল একজন শিক্ষার সেবক। সহকারী শিক্ষা অফিসার হলেন একজন শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালনকারী ব্যক্তি। তিনি শিক্ষা বিভাগের অধীনে কাজ করেন এবং একটি নির্দিষ্ট এলাকার শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিচালনায় সহায়তা করেন।

সহকারী শিক্ষা অফিসারের দায়িত্ব ও কর্তব্য কি?  নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করে থাকেন। শিক্ষকদের কাজের মান নিরীক্ষণ করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং সমস্যা সমাধানে সহায়তা করে থাকেন। শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নতি নিশ্চিত করা, তাদের সমস্যা শোনার চেষ্টা করা এবং সমাধানের উদ্যোগ নিয়ে থাকেন। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করে থাকেন। শিক্ষা বিভাগ থেকে পাঠানো নির্দেশনাগুলো স্থানীয়ভাবে বাস্তবায়ন করে থাকেন। বিভিন্ন শিক্ষা সম্পর্কিত সভা-সমিতিতে অংশগ্রহণ করা এবং নিজের মতামত প্রকাশ করে থাকেন। শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধান: শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়ে থাকেন।

প্রাথমিকের শিক্ষা অফিসারের পদনাম পরিবর্তন / জেলা/ থানা শিক্ষা অফিসার হয়ে গেলেন জেলা/থাকা প্রাথমিক শিক্ষা অফিসার

সহকারী শিক্ষা অফিসার হলেন একজন শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণ এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যমান বিভিন্ন পদের নাম পরিবর্তন

Caption: Order about education officer

প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়-উপজেলা/থানা শিক্ষা অফিসার । বিদ্যমান পদনাম পরিবর্তন হয়েছে কিন্তু বেতন স্কেল একই রাখা হয়েছে

  1. শিক্ষা অফিসার থেকে প্রাথমিক শিক্ষা অফিসার করা হয়েছে।
  2. সহকারী শিক্ষা অফিসার থেকে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার করা হয়েছে।
  3. উপজেলা/থানা শিক্ষা অফিসার থেকে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার করা হয়েছে।
  4. সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার থেকে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিসারের মাসিক বেতন কত?

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরাসরি নিয়োগ বা পদোন্নতি প্রাপ্ত পদে ২২০০০ টাকা মূল বেতনে চাকরি শুরু হয়। বাড়ি ভাড়া ৪০/৪৫% পেয়ে থাকেন এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা সর্বোচ্চ ১০০০ টাকা (সন্তান থাকা সাপেক্ষে) সহ সর্বমোট ৩৪,৪০০ টাকা পেয়ে থাকেন। এছাড়া অফিসের গাড়িতে যাতায়াত করে থাকেন। টেলিফোন সুবিধা ও মোবাইল ভাতা ১০০০ টাকা পেয়ে থাকেন।

 
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতা পুন:নির্ধারণ ২০১৭সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের ফিক্সড টিএ ৩০০০ টাকা।সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ প্রয়োজনীয় কাগজপত্র । ভাইভার পূর্বে যে সকল কাগজপত্র জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে
সরকারি শিক্ষা বৃত্তি ২০২৪ | শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্যপদ গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪ । কোন পদে যোগদানকালীন বেতন কত?বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ । শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি নিতে কত টাকা ফি দিতে হবে?
DPE কর্মচারী নিয়োগ বিধি ২০২৩ । প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্টাফ নিয়োগ বিধিমালা দেখুন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০% মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক!

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *