শিক্ষা ভাতা । পোষাক । রেশন

সরকারি শিক্ষা ভাতার সর্বনিম্ন বয়স ২০২৫ । শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমা জেনে নিন

সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করেছে। এ সংক্রান্ত আদেশ নিম্নরুপ আদেশ জারি করা হয়েছে। তাছাড়া এটি যদিও জেনারেল নয়, তবুও এটিকে বেইজ ধরতে পারি কারণ শিক্ষা গ্রহণেরও সর্বনিম্ন বয়স রয়েছে।

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

ব্যয় বাস্তবায়ন অধিশাখা-২

(www.mof.gov.bd)

নং ০৭.১৫২.০০০০.১৯.০০.০০০(অংশ-৩).২০০৫-২৬৭ তারিখ: ২০-০২-২০১৯ খ্রি:

বিষয়: বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র নং-এভি-পিএন্ডও-১০/৭৪২, তারি: ০৩/০২/২০১৯

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ) বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

(শেখ মোমেন মনি)

উপ-সচিব

ফোন: ৯৫৭৪০০৬

প্রতি,

সিনিয়র সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়

সেগুন বাগিচা, ঢাকা।

শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমার পিডিএফ কপি সংগ্রহ করুন: ডাউনলোড

শিক্ষা ভাতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২০২৫

শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমার পিডিএফ কপি সংগ্রহ করুন ডাউনলোড

আইবাস++ ৫ বছরের নিচে বয়স হলে শিক্ষা ভাতা যুক্ত করে না। উপরের আদেশটি আমরা বেইজ ধরতে পারি।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: বয়স কি ৫ এর নিচে হলে স্কুলে ভর্তি করে শিক্ষা ভাতা নেয়া যাবে না?
  • উত্তর: না।
  • প্রশ্ন: বয়স ৫ বছর হওয়ার আগে শিশু শ্রেণীতে ভর্তি করে নেব তাহলে?
  • উত্তর: না। নেয়া যাবে না। অডিট আপত্তি হবে।

তবে হ্যাঁ অনেক দপ্তর-ই কর্মচারীগণ শুধুমাত্র প্লে গ্রুপ বা নার্সারিতে ভর্তির সনদ বা প্রত্যয়ন পত্র দেখিয়ে শিক্ষা ভাতা গ্রহণ করছেন। তবে বর্তমানে iBAS++ এ শিক্ষা ভাতা এন্ট্রির ক্ষেত্রে সন্তানের বয়সের ৫ বছরের নিচে হলে কোন ভাবে এন্ট্রি নিচ্ছে না। ২০১৬ সালের স্কুলের ভর্তির নীতিমালা অনুসারে ১ম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ৬ বছর হওয়া আবশ্যক সেক্ষেত্রে শিশু শ্রেণীতে ভর্তি ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৫ বছর হওয়াই বাঞ্চনীয়।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

25 thoughts on “সরকারি শিক্ষা ভাতার সর্বনিম্ন বয়স ২০২৫ । শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমা জেনে নিন

  • সরকারী কর্মকর্তা বা কর্মচারীর মেয়ে বিয়ে করে স্বামীর ঘরে থেকে লেখাপড়া করলেও কি সে এই ভাতা পাবে?

  • সে মেয়ে হিসাবে নিতে চাইলে পারবে। নিষেধাজ্ঞা নাই।

  • সর্বোচ্চ কত বছর পর্যন্ত নেয়া যাবে

  • আমার বাচ্চার বয়স 4 বছর 6 মাস, আমি কি শিক্ষা ভাতা নিতে পারবো, আমাকে কি শিক্ষা ভাতা দিবে, আমি কর্মরত ফুলবাড়ি সরকারি কলেজ

  • দিবে। শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তিতে শুধু স্কুলে ভর্তির কাগজ ও জন্ম সনদ লাগে। সর্বনিম্ন বয়স উল্লেখ নাই।

  • আমি একজন সরকারী কর্মচারী,আমার মেয়ের বয়স ২৩ বছর পূর্ণ হয় নাই। তার বিয়ে হয়েছে সে কি শিক্ষা ভাতা পাবে।

  • অধ্যয়নরত থাকলেই পাবেন। বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা নাই।

  • আমার স্ত্রী স্নাতক ৪র্থ বর্ষে পড়াশোনা করে। আমি সরকারি চাকুরি করি। আমি কি আমার স্ত্রীর জন্য শিক্ষা সহায়ক ভাতা নিতে পারব? যদি পারি, তাহলে এ সংক্রান্ত আদেশটি দিবেন অনুগ্রহ করে।

  • আমার বাচ্চার বয়স ৪ বছর ৬ মাস। নার্সারিতে পড়ে। সরকারি চাকুরীজীবি হিসাবে শিক্ষা সহায়ক ভাতা পাব!!??

  • ৫ বছর পূর্ণ হলেই কেবল আবেদন করুন অন্যথায় আইবাস++ এ জন্ম নিবন্ধন এন্ট্রি করলেও শিক্ষা ভাতা বেতনের সাথে যুক্ত হবে না।

  • ৫ বছর৬মাস বয়স। শিশু শ্রেনীতে পড়ে।সে কী পাব

  • অবশ্যই পাবেন। এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

  • ১৫ নভেম্বর, ২০২৩ খ্রি. তারিখে আমার মেয়ের ০৫ (পাঁচ) বছর পূর্ণ হয়েছে। কোন মাসের বেতন হতে শিক্ষা ভাতা পাব? নভেম্বর নাকি ডিসেম্বর?

  • নভেম্বর হতেই পাবেন।

  • আমার ছেলে মেয়ে দুই জনেরই Ibas++ আসার আগেই 4 বছর 3 মাস থেকে শিক্ষা ভাতা পেয়ে আসছি…
    এক্ষেত্রে কি করা যায়..??
    কোনো সমস্যা হবে…???

  • পূর্বের পরিশোধিত অর্থ ফেরত বা ফেরত না নিয়েই বন্ধ করে দিতে হবে। ৫ বছর পূর্ন হলেই কেবল পুনরায় প্রাপ্ত হইবে।

  • আমার সন্তানের বয়স ২৩ বছর পূর্ন হওয়ায় শিক্ষাভাতা বন্ধ হয়েছে এখন আমার ৬ বছরের ২টি সন্তান আছে আমি কি তাদের ভাতা পাব?

  • সরকারি চাকরি করলে পাবেন।

  • ভর্তি করলে আগামী মাস হতে পাবেন।

  • আমার বাচ্চার জন্ম তারিখ ২৭/১০/২০২০ খ্রিষ্টাব্দ। বয়স ৪ বছর ২ মাস ২৬ দিন।শিশু শ্রেণী তে ভর্তি করেছি।আমি কি শিক্ষা ভাতা পাব?

  • না। ৫ বছর পূর্ণ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *