পরিবার সঞ্চয়পত্র, পুন: প্রবর্তন ২০০৯ খ্রি: যাত্রা শুরু করে, এ স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য। এটি মহিলাদের স্বাবলম্বী করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মহিলাদের সঞ্চয় প্রবণ করার জন্য এটি প্রণীত হয়েছে। ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা; যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ) নাগরিক এ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।
মুনাফার হার:
ক) মেয়াদান্তে মুনাফার হার ১১.৫২%। মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করা যায়। মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ণ করলে
১ম বছরান্তে ৯.৫০%
২য় বছরান্তে ১০.০০%
৩য় বছরান্তে ১০.৫০%
৪র্থ বছরান্তে ১১.০০% মুনাফা প্রাপ্য হবেন।
খ) পূর্নমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৫২% হারে টাকা ৯৬০.০০ (নয়শত ষা) মাত্র প্রদেয় হবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/ লেভী কর্তন করা হবে। আয়কর বাদে লাখে ৯১২ টাকা পাওয়া যাবে।
কিন্তু যে ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হবে, সেক্ষেত্রে বছর ভিত্তিক হারে মুনাফা প্রদেয় হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।
মূল্যমান: ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।
কোথায় পাওয়া যায়: জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, তফসিলী এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।
মেয়াদ: ০৫ (পাঁচ) বছর।
যারা ক্রয় করতে পারবেন:
ক) ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা;
খ) যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং
গ) ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ) নাগরিক।
ক্রয়ের ঊর্ধ্বসীমা:
- একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা।
- অন্যান্য উল্লেখযোগ্য বিষয়াবলী:
- মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয়;
- নমিনী নিয়োগ করা যায়;
- হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়;
- সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়।