প্রত্যেক সরকারি কর্মকর্তা/ কর্মচারীকে স্পষ্টভাবে মনে রাখিতে হইবে যে, তাহার জালিয়াতির দ্বারা বা কর্তব্য পালনে অবহেলাজনিত কারণে সরকারি অর্থ বা সম্পদের ক্ষয়-ক্ষতির জন্য তাহাকেই দায়ী হইতে হইবে। তাহার স্বীয় ব্যবস্থা গ্রহণ অথবা অবহেলার কারণে অন্য কোন সরকারি কর্মকর্তা/কর্মচারী কর্তৃক সরকারি অর্থ বা সম্পদের ক্ষতি সাধিত হইলে তিনিই উন্ত ক্ষতির জন্য দায়ী হইবেন।
কোন সরকারি কর্মকর্তা/কর্মচারী কর্তৃক জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থের ক্ষয়-ক্ষতির বা তছরূপ-এর সুষ্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ক্ষতির সমগ্র অর্থই তাহার নিকট হইতে আদায় করিতে হইবে। উর্ধ্বতন বা তদারকী কর্মকর্তার কর্তব্যে শিথিলতার জন্য সরকারি অথবা সম্পদের ক্ষতির সৃষ্টি হইলে উক্ত কর্মকর্তার নিকট হইতে ক্ষতি-পূরণ আদায় করা যাইতে পারে অথবা তাহার বিরদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
যে ক্ষেত্রে সরকারি অর্থ বা সম্পদের তছরূপ বা ক্ষতিজনিত অপরাধের গুরুত্ব বাংলাদেশ দন্ডবিধির আওতায় পড়ে সেইসব ক্ষেত্রে পুলিশের নিকট ঘটনার প্রাথিক রিপোর্ট (FIR) দাখিল করিতে হইবে।