সরকারি ফেরত বিল এবং এন্ট্রিকৃত মেয়াদ উত্তীর্ণ বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর জন্য কর্মকর্তাকে ক্ষমতায়ন করা হয়েছে – মেয়াদোত্তীর্ণ বিল কেস-টু-কেস নিষ্পত্তি
মেয়াদউত্তীর্ণ বিল নিষ্পত্তির ক্ষমতা অর্পণ – চলতি ২০২৩-২৪ অর্থবছরের কিছু সংখ্যাক বিল অনিবার্য কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে দাখিল করা সম্ভব হয়নি মর্মে অর্থ বিভাগ অবহিত হয়েছে। এ ধরণের মেয়াদোত্তীর্ণ বিল কেস-টু-কেস ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার যৌক্তিকতা যাচাই করে বিল দাখিলের অনুমতি প্রদানের জন্য অর্থ বিভাগের যুগ্ম সচিব (বাজেট-৭), জনাব মেহেদী মাসুদুজ্জামান-কে নির্দেশক্রমে ক্ষমতা প্রদান করা হয়েছে।
অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সুপারিশকৃত বিলসমূহ গ্রহণের জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসমূহকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এবং তা মেয়াদোত্তীর্ণ বিল কেস-টু-কেস ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার যৌক্তিকতাসহ যাচাই করে দাখিলের অনুমতি প্রদানের জন্য আগামী ২৭ জুন ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে অর্থ বিভাগে উপস্থাপন করতে হবে।
প্রতিবছরই কি বিল দাখিল সময়সীমা বৃদ্ধি করে? হ্যাঁ। গত ৫ বছরের সার্কুলার পর্যালোচনা করলে দেখা যাবে যে, প্রতি বছরই পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সময়সীমা বর্ধিত করে থাকে এবং এটিই চূড়ান্ত সীমা হিসেবে নির্ধারিত হয়।
মেয়াদ উত্তীর্ণ বিল নিষ্পত্তির ক্ষেত্রে উক্ত কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত । ২৪ জুন নতুন বিল দাখিলের সর্বশেষ তারিখ
২৩-২৫ তারিখের মেয়াদ উত্তীর্ণ বিল ২৭/০৬/২০২৪ তারিখে নিষ্পত্তি করা হবে।
নতুন বিল দাখিল মেয়াদ উত্তীর্ণ বিল নিষ্পত্তির তারিখ দেখুন
- পরিচালন বিল ও উন্নয়ন বিল উভয় বিল দাখিলের সর্বশেষ সময় ২২ জুন।
- বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর তারিখ ২৭ জুন।
আবারও কি সময় বৃদ্ধি করতে পারে?
না। পরিচালন ও উন্নয়ন খাতের অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সময়সীমা আর কোনক্রমেই বৃদ্ধি করা হবে না মর্মে ঘোষণা চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাই সতর্ক এবং নিশ্চিত থাকুন যে, এই সময় সীমার মধ্যেই বিল দাখিল ও চেক ইস্যু করতে হবে। নতুন বিল দাখিলের মেয়াদ ২০ তারিখ উল্লেখ থাকলেও পরবর্তীতে তা পুন:নির্ধারণ করে ২৪ জুন ২০২৪ নিধারণ করা হয়েছিল।
নতুন বিল দাখিলের সময়সীমা বৃদ্ধি ২০২৩ । নতুন বিল দাখিলের সর্বশেষ সময় ২২ জুন পর্যন্ত বাড়লো