যানবাহন I জ্বালানি সুবিধা । মনিহারি

Govt Office Diesel Patrol Uses Limit । সরকারি দপ্তরে মাসিক পেট্রোল/ডিজেল ব্যবহার সর্বোচ্চ সীমা কত জানুন

জ্বালানি তেলে মূল্য বৃদ্ধিতে সরকারি প্রতিষ্ঠান সমূহে যে সকল যানবাহন ব্যবহার করা হয় তাতে ৩০০-৪০০ ঘনমিটার গ্যাস প্রয়োজন পড়ে অন্যদিকে অকটেন ডিজেল ৩০০ ঘনমিটার পর্যন্ত ব্যবহারের সুযোগ রয়েছে প্রাধিকার প্রাপ্ত যানবাহনে এবং দাপ্তারিক কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানি আনলিমিটেড ব্যবহারের অনুমতি রয়েছে। জ্বালানি সংকটের এই বৈশিক সময়ে অর্থ মন্ত্রণালয় জ্বালানি ব্যবহারে অকটেন/পেট্রোল/ডিজেলের ক্ষেত্রে ১৪০ লিটার এবং গ্যাসের ক্ষেত্রে ২১০ ঘনমিটার লিমিট বেধে দিয়েছে।  সরকারি অফিসগুলোতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয় ও ব্যয় হ্রাসের নির্দেশনা ২০২৪

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ

প্রশাসন শাখা-৬

www.mof.gov.bd

নং-০৭ ০০.০০০০.০৬.২৬.০১৫.২১.১৩৬;  তারিখঃ ২৭/০৭/২০২২

অফিস আদেশ

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের কাজেট-১ অনুবিভাগের বাজেট-১ অধিশাখার ২৯/০৭/২০২২ তারিখের ০৭.১০১.০২০.০০.০০.০০১.২০০৯.১৬ পরিপত্র মোতাবেক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে অর্থ বিভাগ এবং অধীনস্ত অধীনস্ত দপ্তরসমূহে ব্যবহৃত যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীগণের ন্যূনতম ২০% জ্বালানী সাশ্রয় অত্যাবশ্যক। বর্ণিত প্রেক্ষাপটে জ্বালানী সাশ্রয় করার নিমিত্ত যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীগণকে নিম্নোক্তভাবে জ্বালানী ব্যবহারের জনা নির্দেশক্রমে অনুরােধ করা হলােঃ

১। অকটেন/পেট্রোল/ডিজেল ব্যবহার মাসিক সর্বোচ্চ ১৪০ লিটার;

২। গ্যাসচালিত যানবাহনসমুহে সবোচ্চ ২১০ ঘনমিটার গ্যাস ব্যবহার করা যাবে।

বিষয়টি অতীব জরুরি এনং অবিলম্বে কার্যকর হবে

(মোঃ রুহুল আমিন মল্লিক

সহকারী সচিব

ফোন: ৯৫১২৫৯৬

২০% জ্বালানী সাশ্রয় অত্যাবশ্যক সম্পর্কে নির্দেশনা ২০২৪ : ডাউনলোড

দাপ্তারিক গাড়ির জ্বালানি প্রাপ্যতা । সরকারি দপ্তরের গাড়ির জ্বালানি ব্যবহার কি নির্ধারিত?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *