পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Govt. Optional Pension 2024 । ঐচ্ছিক অবসর গ্রহণের ৩০ দিন পূর্বে আবেদন করতে হয়?

সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৪ নং অনুচ্ছেদ মোতাবেক চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের অভিপ্রেত তারিখের অন্যূন ৩০ (ত্রিশ) দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট চাকরি হইতে অবসর গ্রহণের অভিপ্রায় লিখিতভাবে ব্যক্ত করিয়া অবসর গ্রহণ করিতে পারিবেন-Govt. Optional Pension 2024

৪৪। ঐচ্ছিক অবসর গ্রহণ ।-

(১) চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের অভিপ্রেত তারিখের অন্যূন ৩০ (ত্রিশ) দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট চাকরি হইতে অবসর গ্রহণের অভিপ্রায় লিখিতভাবে ব্যক্ত করিয়া অবসর গ্রহণ করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন ব্যক্তকৃত অভিপ্রায় চূড়ান্ত হিসাবে গণ্য হইবে এবং উহা সংশোধন বা প্রত্যাহার করা যাইবে না।

৪৫। সরকার কর্তৃক অবসর প্রদান।- কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেইক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।

৪৬। অক্ষমতাজনিত অবসর ।-

(১) কোনো সরকারি কর্মচারী শারীরিক অথবা মানসিক অসামর্থ্য বা বৈকল্যের কারণে সরকারি কর্ম সম্পাদনে নিজেকে অক্ষম মনে করিলে, চাকরি হইতে অবসর গ্রহণের আবেদন করিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হইলে, সরকার বা, ক্ষেত্রমত, উপযুক্ত কর্তৃপক্ষ তাহাকে অক্ষমতাজনিত কারণে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) যাহা কিছুই থাকুক না কেন, সরকারি দায়িত্ব পালনের কারণে কোনো সরকারি কর্মচারীর শারীরিক অথবা মানসিক অক্ষমতার উদ্ভব হলে সরকার বিধি অনুযায়ী যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ বা সুবিধা প্রদানের বিধান প্রণয়ন করিতে পারিবে।

একজন সরকারি কর্মচারী ২৫ বছর পূর্ণ হইয়ার পূর্বে কেবলমাত্র ৪৬ নং অনুচ্ছেদ অনুসারে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারিবেন। একজন সুস্থ্য ও চাকরিক্ষম ব্যক্তি বা কর্মচারী কোন ভাবেই ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পূর্বে স্বেচ্ছায় অবসর গ্রহণ করিতে পারিবেন না। তবে হ্যাঁ তিনি চাইলে চাকরি হইতে ইস্তফা দিতে পারিবেন তাতে সরকারি চাকরির অবসর জণিত কোন সুবিধাই প্রাপ্য হইবে না।

ঐচ্ছিক অবসর গ্রহণে ৩০ (ত্রিশ) দিন পূর্বে লিখিতভাবে অভিপ্রায় ব্যক্ত করিতে হইবে: ডাউনলোড

ঐচ্ছিক পেনশন

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে স্বেচ্ছায় অবসর সুযোগ নেই।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *