পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

Govt. Recruitment Meeting Remuneration 2025 । সরকারি দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুনঃনির্ধারণ?

২০ অক্টোবর ২০২৫: মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনঃনির্ধারণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে ২০ অক্টোবর ২০২৫ তারিখে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয় এই আদেশ জারির তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে

পুনঃনির্ধারিত হারগুলো নিম্নরূপ:

  • প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি): ৬,০০০/- (ছয় হাজার) টাকা
  • বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি): ৬,০০০/- (ছয় হাজার) টাকা
  • মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতি দিনের জন্য জনপ্রতি): ৬,০০০/- (ছয় হাজার) টাকা
  • উত্তরপত্র পরীক্ষণ:
    • পূর্ণ উত্তরপত্র (প্রতিটি): ১৩০/- (একশত ত্রিশ) টাকা
    • পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি): ৩৫/- (পঁয়ত্রিশ) টাকা
  • লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/ প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি):
    • দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে): ৫০০/- (পাঁচশত) টাকা
    • নাস্তা: অপরিবর্তিত
  • লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি):
    • ৯ম গ্রেড ও তদূর্ধ্ব: ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা
    • ১০ম থেকে ১৬তম গ্রেড: ১,০০০/- (এক হাজার) টাকা
    • ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড: ৮০০/- (আটশত) টাকা
  • খাতা পুনঃ মূল্যায়ন: ৫০/-(পঞ্চাশ) টাকা
  • ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী (০১ জন): ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা
  • লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি): ১,৮০০/- (এক হাজার আটশত) টাকা
  • কোডিং ও ডিকোডিং ফি: ৩/- (তিন) টাকা
  • লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ ব্যয় (প্রতি পরীক্ষার্থীর জন্য): ৩/- (তিন) টাকা
  • লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরী (কাগজসহ) (প্রতি পরীক্ষার্থীর জন্য): ৬/- (ছয়) টাকা
  • বিবিধ (কাগজ, কলম এবং আনুসঙ্গিক দ্রব্যাদি): অনধিক ৮,০০০/- (আট হাজার) টাকা

শর্তাবলি:

  • প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্বাচন কমিটির সদস্য/বিশেষজ্ঞগণ একাধিক পদের পরীক্ষা হলেও দৈনিক জনপ্রতি ১ (এক) টির বেশি সম্মানী প্রাপ্য হবেন না
  • একই কার্যদিবসে পদোন্নতি/নির্বাচন কমিটির একাধিক সভার ক্ষেত্রে একটির বেশি সম্মানী প্রাপ্য হবেন না
  • একই কার্যদিবসে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হলে একাধিক পদের পরীক্ষা হলেও সর্বোচ্চ ০২ (দুই) টি সম্মানী প্রাপ্য হবেন
  • স্কুল/কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোন অবস্থাতেই ভেন্যু/কেন্দ্র ফি বা অন্য কোন প্রকার চার্জ প্রদান করা যাবে না
  • সম্মানী প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম হলে পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন

পরিপত্রটি জারী করেন যুগ্মসচিব ড.মোঃ ফেরদৌস আলম

সরকারি দপ্তরে নিয়োগ পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী পারিতোষিক হার পুন নির্ধারণ ২০২৫

সরকারি দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী হার পূর্বে কত ছিল?

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সম্মানী ও পারিতোষিকের হার বৃদ্ধি করা হয়েছে 1অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই নতুন হারগুলো আদেশ জারির তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে 2

আগের এবং নতুন সম্মানীর হার (সংক্ষেপ):

কাজের বিবরণআগের সম্মানী (টাকা)নতুন সম্মানী (টাকা)
প্রশ্নপত্র প্রণয়ন (জনপ্রতি)৩,০০০৫,০০০ (বৃদ্ধি করে ৬,০০০ করা হয়েছে)
বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্য (প্রতি সভা/জনপ্রতি)৩,০০০৫,০০০ (বৃদ্ধি করে ৬,০০০ করা হয়েছে)
মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/বিশেষজ্ঞ (প্রতিদিন/জনপ্রতি)৩,০০০৫,০০০ (বৃদ্ধি করে ৬,০০০ করা হয়েছে)
পূর্ণ উত্তরপত্র পরীক্ষণ (প্রতিটি)৭৫১২০ (বৃদ্ধি করে ১৩০ করা হয়েছে)
পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণ (প্রতিটি)২০৩০ (বৃদ্ধি করে ৩৫ করা হয়েছে)
পরীক্ষা সংশ্লিষ্ট আপ্যায়ন ব্যয় (দুপুরের খাবার/প্রয়োজনীয় ক্ষেত্রে)২০০ (মোট আপ্যায়ন)৪৫০ (দুপুরের খাবার) (বৃদ্ধি করে ৫০০ করা হয়েছে)
পরীক্ষা সংশ্লিষ্ট আপ্যায়ন ব্যয় (নাস্তা)২০০ (সকালের নাস্তা)অপরিবর্তিত
ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান/সমন্বয়কারীর সম্মানীছিল না৩,০০০ (বৃদ্ধি করে ৩,৫০০ করা হয়েছে)
লিখিত পরীক্ষার পরিদর্শকের সম্মানী (প্রতিদিন/জনপ্রতি)১,২০০১,৫০০ (বৃদ্ধি করে ১,৮০০ করা হয়েছে)
লিখিত পরীক্ষার আসন বিন্যাস বাবদ ব্যয় (প্রতি পরীক্ষার্থী)
লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরী (কাগজসহ) (প্রতি পরীক্ষার্থী)
বিবিধ (কাগজ, কলম ও আনুসঙ্গিক দ্রব্যাদি)সুনির্দিষ্ট অঙ্ক বরাদ্দ ছিল না৫,০০০ (অনধিক) (বৃদ্ধি করে অনধিক ৮,০০০ করা হয়েছে)

পরীক্ষা পরিচালনার সাথে সম্পৃক্ত কর্মচারীদের দৈনিক সম্মানী (জনপ্রতি):

গ্রেডআগের সম্মানী (টাকা)নতুন সম্মানী (টাকা)
৯ম গ্রেড ও তদূর্ধ্ব৫০০১,০০০ (বৃদ্ধি করে ১,২০০ করা হয়েছে)
১০ম থেকে ১৬তম গ্রেড৫০০৮০০ (বৃদ্ধি করে ১,০০০ করা হয়েছে)
১৭তম থেকে ২০ম গ্রেড৫০০৬০০ (বৃদ্ধি করে ৮০০ করা হয়েছে)

(বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লিখিত “নতুন সম্মানী (টাকা)” কলামের বন্ধনীর তথ্যগুলো আপলোড করা সরকারি পরিপত্র থেকে নেওয়া। প্রজ্ঞাপন সংক্রান্ত নিউজে উল্লেখ করা কিছু হার পরিপত্রে আরও বাড়ানো হয়েছে।)

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • প্রশ্নপত্র প্রণয়ন বা পদোন্নতি/নির্বাচন কমিটির সদস্য/বিশেষজ্ঞগণ একাধিক পদের পরীক্ষা বা একাধিক সভা হলেও দৈনিক একটির বেশি সম্মানী প্রাপ্য হবেন না 3
  • একই কার্যদিবসে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হলে একাধিক পদের পরীক্ষা হলেও সর্বোচ্চ ০২ (দুই) টি সম্মানী প্রাপ্য হবেন 4
  • স্কুল/কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোনো কেন্দ্র ফি বা অন্য কোনো প্রকার চার্জ প্রদান করা যাবে না 5
  • সম্মানী প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন 6

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *