সরকারি কর্মচারীর হঠাৎ অসুস্থতা বা পারিবারিক সমস্যার কারনে ২৪/০২/২০১৮ খ্রি: থেকে ০৫/০৩/২০১৮ খ্রি: তারিখ পর্যন্ত মোট ১০ (দশ) দিন ১৯৫৯ সনের নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ মােতাবকে পূর্ণ গড় বেতনে ভূতাপক্ষেভাবে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। এসকল ক্ষেত্রে সাধারণত ছুটি কাটিয়ে আসার পর ছুটি মঞ্জুর করা হয়-Govt. Retrospective Leave Granting 2024
অর্জিত ছুটি কত দিন নেয়া যায়? নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১) (ii) অনুয়ায়ী একজন কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ ৪ (চার) মাস পর্যন্ত গড় বেতনে ছুটি ভোগ করিতে পারেন। নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর ৩(১) (ii) নং বিধি অনুযায়ী একজন কর্মচারী স্বাস্থ্যগত কারণে গড় বেতনে এককালীন সর্বোচ্চ ৬ (ছয়) মাস পর্যন্ত ছুটি ভোগ করিতে পারিবেন। ইহার অতিরিক্ত ছুটির প্রয়োজন হইলে তাহা অর্ধ গড় বেতনে ভোগ করিতে পারিবেন। অর্ধ-গড় বেতনে ছুটি পাওনা না থাকিলে নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি ৯ এর উপবিধি (৩) এর অধীনে অসাধারণ ছুটি ভোগ করিতে পারিবেন।
অস্থায়ী কর্মচারী কি এ ছুটি প্রাপ্য হইবেন? যে অস্থায়ী সরকারী কমরচারী ৩০শে জুন, ১৯৫৯ তারিখে নিরবচ্ছিন্নভাবে তিন বত্সর বা উহার অধিককাল চাকুরীর মেয়াদ সম্পন্ন করিয়াছেন, ৫নং বিধির ক্ষেত্র ব্যতীত, এই বিধিমালার অন্যান্য ক্ষেত্রে তিনি স্থায়ী সরকারী কর্মচারী হিসাবে বিবেচিত হইবেন এবং তিনি এই বিধিমালার অপশন গ্রহণ করিয়া থাকিলে, তাহার ক্ষেত্রে এই বিধিমালার বিধান ১লা জুলাই, ১৯৫৯ হইতে কার্যকর হইবে ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, ঢাকা।
নম্বর: ১৫.৫৩.০০০০.৩০৩.০৮.০২১.১৬- তারিখ:০১/০২/২০১৮
অফসি আদশে
অত্র দপ্তরের নিরাপত্তা প্রহরী জনাব মো: মিজানুর আলম এর ০৬/০৩/২০১৮ খ্রি: তারিখের আবেদনের প্রেক্ষিতে তার পারিবারিক সমস্যার কারনে ২৪/০২/২০১৮ খ্রি: থেকে ০৫/০৩/২০১৮ খ্রি: তারিখ পর্যন্ত মোট ১০ (দশ) দিন ১৯৫৯ সনের নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ মােতাবকে পূর্ণ গড় বেতনে ভূতাপক্ষেভাবে অর্জিত ছুটি মঞ্জুর করা হলো।
তিনি উক্ত ছুটি ভোগের পর ০৬/০৩/২০১৮ খ্রি: তারিখ পূর্বাহ্নে একই পদে কাজে যোগদান করেন।
(অজিত রায়)
অতরিক্তি প্রধান প্রকৌশলী
নম্বর: ১৫.৫৩.০০০০.৩০৩.০৮.০২১.১৬- তারিখ:
অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো:
১। সার্ভিস বহি।
২। নথি।
(অজিত রায়)
অতরিক্তি প্রধান প্রকৌশলী
ভূতাপেক্ষভাবে অর্জিত ছুটি মঞ্জুরীর আদেশের নমুনা: ডাউনলোড