একজন সরকারি কর্মচারী অবসরগ্রহণ করিলে নিজে বা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করিলে তাহার পরিবার নিম্নোক্ত সুবিধাদি পাইবেন-Govt. Staff Death Pension 2025
কর্মচারী মারা গেলে কি পরিবার পেনশন পায়? জি। কর্মরত অবস্থায় বা অবসর গ্রহণের পর সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে, মৃত কর্মচারীর পরিবার বিভিন্ন সুবিধা পেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পারিবারিক পেনশন, যা মৃত কর্মচারীর স্ত্রী বা সন্তানদের জন্য প্রদান করা হয়। এছাড়া, গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণে এককালীন আর্থিক অনুদানও প্রদান করা হয়।
অবসর গ্রহণের পর মৃত্যুর ক্ষেত্রে সুবিধা: কি? একজন কর্মচারী অবসর গ্রহণের পর মারা গেলে, তার স্ত্রী বা সন্তানরা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অনুদানও প্রদান করা হতে পারে, যেমন – পারিবারিক পেনশন পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের জন্য। সরকারি কর্মচারীর কর্মজীবনে মৃত্যুর ক্ষেত্রেও তার পরিবারের জন্য পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণে পরিবারের জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করা হতে পারে।
অন্যান্য সুবিধা কি কি? এছাড়া, কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে বিভিন্ন অনুদান ও সুযোগ সুবিধা প্রদান করা হতে পারে, যেমন – জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান। কর্মরত কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে, তার নমিনিদের পেনশন পাওয়ার অধিকার থাকে। যদি কোনো নমিনি না থাকে, তবে মৃত কর্মচারীর উত্তরাধিকারী (স্বামী/স্ত্রী, সন্তান) পেনশন পাওয়ার যোগ্য হতে পারে। কিছু ক্ষেত্রে, পারিবারিক পেনশনের জন্য নির্দিষ্ট যোগ্যতা এবং শর্তাবলী পূরণ করতে হয়। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আরও তথ্য নিতে পারেন।
(ক) মাসিক পেনশন:
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আজীবন মাসিক পেনশন পাইবেন। ইহাছাড়া ১০০% পেনশন সমর্পণকারীগণের পেনশন পুন:স্থাপন হওয়ার ক্ষেত্রেও আজীবন মাসিক পেনশন প্রাপ্য হইবেন। (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০)।
(খ) আনুতোষিক:
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অবসরগ্রহণের সময় মোট পেনশনের বাধ্যতামূলকভাবে সমর্পনকৃত অংশের জন্য আনুতোষিক টেবিলে বর্ণিত নির্ধারিত হারে আনুতোষিক পাইবেন। (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০)।
(গ) এককালীন বিশেষ আর্থিক সহায়তা
চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হইয়া পড়িলে, অথবা মৃত্যু হইলে, চাকরির মেয়াদের প্রতি বৎসর কিংবা উহার অংশ বিশেষের জন্য তাঁহার শেষ আহরিত ০৩ (তিন)টি মূল বেতনের সমপরিমাণ হারে তিনি অথবা তাঁহার পরিবার ১লা জুলাই, ২০১৬ তারিখ হইতে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রাপ্য হইবেন। (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী -১৯)।
(ঘ) চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা:
পেনশনার/ শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী/ পুন:স্থাপিত পেনশনার/ পরিবার (প্রযোজ্য ক্ষেত্রে) মাসিক পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন। (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ-২.০৪)।
(ঙ) চিকিৎসা সুবিধা:
চিকিৎসা সুবিধা বিধিমালা, ১৯৭৪ অনুসারে অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁহার পরিবার সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা সুবিধা পাইবেন।
(চ) যৌথবীমা ও কল্যাণ তহবিলের সুবিধা:
(১) কর্মচারী শারীরিক বা মানসিক অসুস্থ্যতার কারণে অপসারিত হইলে বা অবসর গ্রহণ করিলে ১৫ বৎসর পর্যন্ত কল্যাণ অনুদান পাইবেন। (২) কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করিলে পরিবার নির্ধারিত হারে যৌথবীমার অর্থ ও কল্যাণ অনুদান পাইবেন। (৩) অবসরগ্রহণের ১০ বৎসরে মধ্যে মৃত্যুবরণ করিলে পরিবার নির্ধারিত হারে কল্যাণ অনুদান পাইবেন।
Husband jebito thakakalin pension punosthapito hoyni bole ekon amarder moto kisu widow wifeder name pension pinosthapito hobar kono news bolben please.
এখনও হয়নি। হলে অবশ্যই আপনাকে জানানো হবে।
আমার পেনশন পুনঃস্থাপিত হয়েছে 2018 সালে 2000 সালের নভেম্বর পর্যন্ত পেনশন ভাতা পেয়ে আসো আসছিলাম কিন্তু কিন্তু 2020 সালের ডিসেম্বর হইতে অদ্যবধি পেনশন বন্ধ আছে যদিও আমি 2020 সালের মার্চ মাসে একটি পূরণ করে দিয়েছি। আমার পেনশন ব্যাংক একাউন্টে জমা হচ্ছে না। আমি বাংলাদেশ রেলওয়ে হিসাব বিভাগের একজন পেনশনার। আমার পেনশন ব্যাংকে কিভাবে পেতে পারি তাহার সুব্যবস্থা জন্য রেলমন্ত্রনালয় কাছে অনুরোধ জানাচ্ছি।
সংশ্লিষ্ট পে পয়েন্টে যোগাযোগ করুন। তার পূর্বে আপনি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখায় যোগযোগ করুন। https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-pension-statement-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-active-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF/
আমার স্ত্রী বেসরকারি কলেজের শিক্ষক ছিলেন। মাত্র ১২ বছর চাকরি করার পর মারা যান। সেই সময় তার প্রাপ্তি বেতন ছিল 28000/। বেসরকারি অবসর ভাতা নির্ণয় কিভাবে হবে জানাবেন প্লিজ।
এখানে দেখুন https://bdservicerules.info/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2/
অবসর যাওয়া কর্মচারী মৃত্যু হলে এবং তাহার স্ত্রীর মৃত্যু হলে সন্তান কি উক্ত পেনশন পাবে? যদি সন্তানগন পেনশন পায় তাহলে কতবছর পর্যন্ত পাবে?
পাবে। ২৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অথবা মূল পেনশনারের পেনশনে যাওয়া হতে ১৫ বছর পর্যন্ত।