বর্তমানে চলতি মাসে অনলাইনে জিপিএফ প্রারম্ভিক জের এন্ট্রি দেয়া হচ্ছে। ইএফটি হওয়ার মাস থেকে জিপিএফ অনলাইনে অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে। প্রারম্ভিক জের ও ইএফটি পূর্ববর্তী মাসিক জমা কিস্তি বা অগ্রিম গ্রহণের কিস্তিগুলো এন্ট্রি ম্যানুয়ালি দিতে হবে তারপর জিপিএফ ব্যালেন্স ও সুদ ক্যালকুলেশন অটোমেটিক হবে। অটোমেটিকেরও কিছু অসুবিধা রয়েছে, যতই অটোমেটিক হোক আপনার জিপিএফ এর হিসাবে আপনাকেই ঠিকভাবে রাখতে হবে। তাই GPF-এর সুদ হিসাবের সূত্র জেনে নিন।
খ ) GPF-এর সুদ হিসাবের সূত্র। ১২ মাসের কর্তন সমান থাকলে ১৩% সুদের ক্ষেত্রে
পূর্বের অর্থবছর শেষের স্থিতি *০.১৩ =
+প্রতি মাসে কর্তনের পরিমাণ* =
মোট সুদ =
গ ) GPF-এর সুদ হিসাবের সূত্র। ১ম মাসের কর্তন আলাদা এবং শেষের ১১ মাসের কর্তন সমান থাকলে
পূর্বের অর্থবছর শেষের স্থিতি *০.১৩ =
+জুন মাসের কর্তনের (যা জুলাই মাসে যোগ হয়/১ম মাস)*০.১৩ =
+অবশিষ্ট ১১ মাসের কর্তনের (প্রতি মাসে কর্তনের পরিমাণ) হার*০.৭১৫ =
মোট সুদ =
উদাহরণ:
পূর্বের অর্থবছর শেষের স্থিতি = ৪,৫০,০০০/-
জুন মাসের কর্তনের (যা জুলাই মাসে যোগ হয়/১ম মাস) হার = ৬,৫০০/-
অবশিষ্ট ১১ মাসের কর্তনের (প্রতি মাসে কর্তনের পরিমাণ) হার = ৭,২০০/-
সমাধান:
৪,৫০,০০০ *০.১৩ = ৫৮,৫০০/-
৬,৫০০*০.১৩ = ৮৪৫/-
৭২০০*০.৭১৫ = ৫১৪৮/-
মোট সুদ = ৬৪,৪৯৩/-
তাই অনলাইনে জিপিএফ হিসাব প্রতি বছর চেক করার পাশাপাশি ম্যানুয়াল হিসাবও কষে দেখুন আপনার জিপিএফ এর মোট স্থিতি ঠিক আছে কিনা। ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করুন।
সূত্র: জিপিএফ সুদ নির্ণয়