GPF Account Approval system – GPF Account Approval করতে হলে Employee Type গেজেটেড হলে GOB Officer আর নন গেজেটেড কর্মকর্তা হলে GoB Staff সিলেক্ট করতে হবে। subscription Starting Fiscal Year (Salary) ও Subscription Starting Fiscal Period সিলেক্ট করে এনআইডি (NID) দিয়ে GO বাটন ক্লিক করলে GP Account Pening ফরমটি দেখতে হবে।

Submitted Form Click here এ click করলে ফরমটি ডাউনলোড হবে। Details Option এ সব তথ্য ঠিক থাকলে Approve করবে এ তথ্য ভুল থাকে তাহলে Send Back হবে। GPF Approval Option Ok করলে যে অটো নম্বর পড়বে সেটাই ১০ নম্বর ডিজিটির নতুন জিপিএফ নম্বর।

সনাতন পদ্ধতি এখন দুরে থাক। নতুন পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলা যাবে। অফিসারগণ অনলাইনেই জিপিএফ ফরম দাখিল করতে পারবেন ফলে হিসাবরক্ষণ অফিস হতে সেটি অনুমোদন করিয়ে নিলেই জিপিএফ হিসাব খোলা শেষ।

নতুন নিয়োগ প্রাপ্ত গেজেটেড কর্মকর্তাগণ অর্থাৎ Self Drawing Officers (SDO) গণ তাদের জিপিএফ হিসাব নম্বর (Ibas++ online digital gpf account opening) তাদের আইবাস++ এর Self Drawing Officers (SDO) আইডি থেকে এবং নন গেজেটেড কর্মচারিগণ তাদের ডিডিও এর আইডি হতে iBAS++ System (online) হতে Ibas++ gpf online digital account খুলতে পারবে। gpf form। নতুন ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলার নিয়ম।

gpf account opening system and approval process / অনলাইনে হিসাব খোলার নিয়ম ও পদ্ধতি ২০২২

GPF means General Provident Fund. ibas++ GPF is option used to reduce and increase gpf installment in ibas++. Staff Gpf information is input by accounts department in respection office. After Approval of GPF information, GPF installment amount can be reduce or decrease by DDO. From DDO ID GPF Nominee and GPF installment can be updated. ibas++ gpf । অনলাইনে জিপিএফ তথ্য দেখুন।

জিপিএফ হিসাব অনুমোদন পদ্ধতি ২০২২

Caption: GPF Accounting Opening system / GPF Master Data Correction 

GPF Account Approval করার নিয়ম ২০২২

  1. একাউন্টস অফিসার তার আইডিতে ঢুকে GPF Managment এ যাবে।
  2. GPF Master Data
  3.  GPF Account Approval
  4. GOB Officer or GoB Staff  সিলেক্ট করতে হবে।
  5. subscription Starting Fiscal Year (Salary) ও Subscription Starting Fiscal Period সিলেক্ট করে
  6. এনআইডি দিয়ে Go বাটন ক্লিক করলে GP Account Pending ফরমটি দেখাবে।
  7. Submitted Form Click here এ click করলে ফরমটি ডাউনলোড হবে।
  8. Details Option এ সব তথ্য ঠিক থাকলে Approve করবে এ তথ্য ভুল থাকে তাহলে Send Back হবে।
  9. GPF Approval Option Ok করলে যে অটো  অটো নম্বর পড়বে সেটাই ১০ নম্বর ডিজিটির নতুন জিপিএফ নম্বর।

GPF account Holder কি কোন ম্যাসেজ পাবেন?

হ্যাঁ পাবে। – সনাতন পদ্ধতি এখন দুরে থাক। নতুন পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলা যাবে। অফিসারগণ অনলাইনেই জিপিএফ ফরম দাখিল করতে পারবেন ফলে হিসাবরক্ষণ অফিস হতে সেটি অনুমোদন করিয়ে নিলেই জিপিএফ হিসাব খোলা শেষ। ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খুলুন। gpf form। নতুন ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলার নিয়ম।

বি:দ্র: যে মাস বা যেদিন বা যে তারিখে জিপিএফ একাউন্ট খোলার অনলাইনে আবেদন দাখিল করা হয়। সেই তারিখ অনুসারে বা মাস অনুসারে হিসাবরক্ষণ অফিসের অফিসারের আইডিতে আবেদন খুজতে হবে। যদি আপনি মে মাসে একাউন্ট খোলা আবেদন করেন তবে আপনি জুন মাসে পেন্ডিং আবেদনে খুজে পাবেন না। আপনাকে মে মাস সিলেক্ট করেই খুজতে হবে।