GPF Slip or statement from ibas++ DDO ID – এখন আপনার অফিসের ডিডিও আইডি থেকেই জিপিএফ স্লিপ পাওয়া যাবে – জিপিএফ স্লিপ
জিপিএফ স্লিপ – ডিডিও আইডি থেকে জিপিএফ স্লিপ – অর্থ বছর শেষে হিসাবরক্ষণ অফিস থেকে যে জিপিএফ স্লিপ পাওয়া যায় সেই জিপিএফ স্লিপ এখন আপনার অফিসের ডিডিও আইডি হতেই পাওয়া যাবে। শুধু জিপিএফ স্লিপ নয়, জিপিএফ লেজারও পাওয়া যাবে। এখন নিজ অফিস হতে আপনি জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারবেন। জিপিএফ স্লিপে মুনাফার হিসাব ঠিক না থাকলে অবশ্যই এটি অফিসে গিয়ে ঠিক করে নিতে হবে।
ইন্টারেস্ট কি ভুল হতে পারে? পারে। ডিডিও আইডি হতে কর্মকর্তা এবং কর্মচারীদের জিপিএফ স্লিপ পাওয়া যাবে খুব সহজেই। তবে আইবাস++ এ DDO ID হতে সাধারণ ভবিষ্য তহবিল স্লিপ বা ফরম সংগ্রহ করা যাবে। মুনাফা ব্যালেন্স ইত্যাদি জানা যাবে ডিডিও আইডি হতেই। তাছাড়া জিপিএফ লেজারও সংগ্রহ করা যাবে আইবাস++ ডিডিও আইডি হতেই। কর্মচারীসহ কর্মকর্তাদের জিপিএফ তথ্য ও ব্যালেন্স জানা যাবে। ইন্টারেস্ট যেহেতু কম্পিউটারে হিসাব করা হয় তাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তবে কোন কারণে কর্তন ঠিক মত হয়ে না থাকলে এমন সমস্যা হতে পারে।
অফিস কোন ওয়েবসাইট হতে জিপিএফ স্লিপ দেয়? আইবাস++ হতে দেয়। প্রতিমাসে জিপিএফ কিস্তি বা জিপিএফ জমার অর্থ ঠিক মত পোস্টিং হচ্ছে কিনা তা খুব সহজেই লেজার দেখে বুঝা সম্ভব। জিপিএফ ইনফরমেশন এখন যে কোন সময় পাওয়া যাবে আইবাস++ হতেই তাছাড়া ইউজার বা কর্মচারী নিজেও www.cafopfm.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিজেই জিপিএফ তথ্য বা জিপিএফ স্লিপ বের করতে পারবে। বর্তমানে সাইটটি কার্যকর রয়েছে।
ডিডিও আইডি হতে জিপিএফ স্লিপ ২০২৪ / জিপিএফ স্লিপ পাওয়া যাবে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতেও
জিপিএফ ম্যানেজমেন্ট এবং জিপিএফ আপডেট তথ্য পাওয়া যাবে আইবাস++ এবং পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েব সাইট হতে।
Caption: GPF or General Provident Fund Slip from ibas++ or Cafopfm
GPF Slip by ibas++ । ডিডিও আইডি হতে জিপিএফ স্লিপ বের করার পদ্ধতি
- Login to ibas++
- Click Accounting or Budget Execution
- Click GPF Management
- Click GPF Reports
- Select From List
- Select GPF Accounts Slip
- Select Fiscal Year
- Input NID of any Staff or officer
- Click Run Report
- Done Slip will Appear in pdf mdoe
আইবাস++ হতে প্রাপ্ত জিপিএফ স্লিপ এ কি হিসাবরক্ষণ অফিসের স্বাক্ষর লাগবে?
না – আইবাস++ হতে প্রাপ্ত জিপিএফ স্লিপ এর কোন স্বাক্ষরের প্রয়োজন নেই। [This is an iBAS++ system generated report, no signature is required] এই প্যারাটিতে স্পষ্ট বলা আছে যে, অটো জেনারেটেড স্লিপে স্বাক্ষরের কোন প্রয়োজন নেই। এটি যে কোন কাজে ব্যবহার করা যাবে। এটি যে কোন কাজে ব্যবহার করা যাবে যেমন টাকা উত্তোলন বা ব্যাংক ঋণের ক্ষেত্রেও কোন স্বাক্ষর ছাড়াই ব্যবহার করা যাবে।