বর্তমানে সরকারি চাকরি মানেই সোনার হরিণ, এই সোনার হরিনের পিছনে ছুটছে হাজারো বেকার যুবক। সরকারি চাকরি মানে সোনার হরিণ হলেও এই সোনার হরিণটি কিন্তু সোনার ডিম দিতে অক্ষম। উচ্চ মাধ্যমিক পাশ করে ১৬তম গ্রেডে চাকরি হচ্ছে অনেকেরই তাই তারা জানতে আগ্রহী যদি ১৬তম গ্রেডে চাকরি নিই, তাহলে আমার বেতন কত হতে পারে…….। তাদের জন্যই আজকে আমার এই পোষ্টটি।
অফিস সহকারী সহ অসংখ্য পদ এই ১৬ গ্রেডে ৯৩০০-২২৪৯০ রয়েছে, এখানে ২২৪৯০ বলতে প্রতি বছর বেতন বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ২২৪৯০ নব্বই পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন হতে পারবে। তারপর আর বছর গেলেও মূল বেতন বৃদ্ধি পাবে না। তাদের চাকরির প্রারম্ভে মাসিক বেতন ভাতাদি নিম্নরূপ।
- মূল বেতন-৯৩০০ টাকা (মাসিক)।
- বাড়ি ভাড়া ভাতা-৬০৪৫ টাকা মাসিক (ঢাকা সিটিতে হলে ৬৫% মূল বেতনের)
- চিকিৎসা ভাতা-১৫০০ টাকা (মাসিক)।
- যাতায়াত ভাতা -৩০০ টাকা (মাসিক)।
- টিফিন ভাতা-২০০ টাকা (মাসিক)।
মাস শেষে ১৬ তম গ্রেডের একজন কর্মচারী সর্বোমোট বেতন ভাতাদি ১৭,৩৪৫ টাকা মাত্র।
তবে সিটি কর্পোরেশন হলে ৫৫%, অন্যান্য স্থানের জন্য ৫০% হারে বাড়ি ভাড়া পাবেন। উপরোক্ত ভাতাগুলোর মধ্যে স্থান ভেদে শুধুমাত্র বাড়ি ভাড়া পরিবর্তন হবে। উপজেলা লেভেলে ৩০০ টাকা যাতায়াত ভাতাও বাদ যাবে। প্রতি বছর মূল বেতনের ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন যদি না সে বিভাগীয় মামলা, অসাধারণ ছুটি বা অন্য কোন দন্ডে দন্ডিত না হন।
তবে হ্যাঁ একই পদে বা গ্রেডে চাকরির বয়স ১০ বছর পূর্তিতে একটি গ্রেডে আগাবে অর্থাৎ ১৬ থেকে ১৫ গ্রেডে আসবে এবং একই পদে ১৬ বছর পূর্তিতে ১৪ গ্রেডে অবস্থান করবেন। কোন কারণে যদি উচ্চতর গ্রেড দুটি না পান তবে শুধুমাত্র প্রতি বছর ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি যোগ হবে। আসুন দেখে নিই একই পদ ও একই গ্রেড অর্থাৎ ১৬ তম গ্রেডে ১৫ বছর পরে একজন ১৬তম গ্রেডের কর্মচারীর বেতন ভাতাদি কত হবে?
অফিস সহকারীর একই গ্রেডে ও একই পদে ১৫ বছর পর মাসিক বেতন ভাতাদি নিম্নরূপ। এক্ষেত্রে বলে রাখা ভাল যে, শুধুমাত্র মূল বেতন ও বাড়ি ভাড়া পরিবর্তন হবে।
- মূল বেতন-১৯৪১০ টাকা (মাসিক)।
- বাড়ি ভাড়া ভাতা-১০৬৮১ টাকা মাসিক (ঢাকা সিটিতে হলে ৫৫% মূল বেতনের)
- চিকিৎসা ভাতা-১৫০০ টাকা (মাসিক)।
- যাতায়াত ভাতা -৩০০ টাকা (মাসিক)।
- টিফিন ভাতা-২০০ টাকা (মাসিক)।
মাস শেষে ১৬ তম গ্রেডের একজন কর্মচারী সর্বোমোট বেতন ভাতাদি ৩২,১০১ টাকা মাত্র।
তবে অন্যান্য সিটি কর্পোরেশন হলে ৪৫%, অন্যান্য স্থানের জন্য ৪০% হারে বাড়ি ভাড়া পাবেন। উপরোক্ত ভাতাগুলোর মধ্যে স্থান ভেদে শুধুমাত্র বাড়ি ভাড়া পরিবর্তন হবে। উপজেলা লেভেলে ৩০০ টাকা যাতায়াত ভাতাও বাদ যাবে। প্রতি বছর মূল বেতনের ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন যদি না সে বিভাগীয় মামলা, অসাধারণ ছুটি বা অন্য কোন দন্ডে দন্ডিত না হন।
১৬ গ্রেডের কর্মচারীর কাজ কি?
সরকারি বেতন স্কেল ১৬ তে অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী ইত্যাদি পদ বিদ্যমান রয়েছে। এসব কর্মচারী মূলত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। বেতন ভাতাদি পরিশোধ, ছুটি ছাটা নির্ধারণ, অফিস পরিচালনার যাবতীয় কার্যক্রম যেমন বাজেট, হিসাবায়ন ইত্যাদি কাজ করে থাকে।
বর্তমান বাজার পরিস্থিতি 16 তম গ্রেড কিছুই না, কিন্তু বর্তমানে যেহেতু সরকারি অফিসে ঘুষ ছাড়া কোন কিছুই করা যায় না সে ক্ষেত্রে 16 তম গ্রেড এ চাকরি করেও ১ম গ্রেডের বেতনের সমান ইনকাম করে। এই জন্যই সরকারি চাকরি এখন সোনার হরিণ।
যাতায়াত ভাতা করা পায়? অর্থাৎ কোন এলাকার কর্মচারীরা পায়?
১৩-২০ গ্রেড। তৃতীয় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী।
হরিণ ডিম দেয়না, ডিম দেয় হাঁস।
ঠিকই বলেছেন।