চলতি জুন/২০ মাসের বেতন বিল দাখিল এখন আর সরাসরি হিসাবরক্ষণ অফিসে দাখিল করা যাবে না। এক্ষেত্রে প্রথমে একজন অফিসার সংশ্লিষ্ট দপ্তরের DDO বরাবর বিল দাখিল করবেন এবং ডিডিও সেই বিল হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করবেন। প্রতিটি দপ্তরের বাজেট নিয়ন্ত্রণ ও অন্যান্য আরও কিছু সুবিধার্থে এ পদ্ধতি প্রণীত হয়েছে। আসুন প্রক্রিয়াটি দেখে নিই।
১। সিস্টেমে লগইন করে আগের মতই Online Pay Bill Submission এ ক্লিক করলে নিচের মত পেইজ আসবে।
২। ট্যাক্স কর্তন কমানো:
উপরের ছবির মত Settings এ গিয়ে নিচের ছবির মত আয়কর কর্তনের ঘরে (লাল দাগ) টাকার পরিমাণ পরিবর্তন করে Save বাটনে ক্লিক করতে হবে (যাঁদের আয়কর কর্তন অপশন আসছে না, প্রথমবারের মত কর্তন করতে চান তাঁদের সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে)।
৩। জিপিএফ কর্তন বাড়ানো কমানো:
নিচের ছবির মত নীচে GPF Correction এ ক্লিক করলে ক্রমিক ৪ এর মত ছবি আসবে, টাকার ঘরে প্রয়োজনমত এডিট করে Save বাটনে ক্লিক করতে হবে (উল্লেখ্য জুলাই মাসের ২৫% ইনক্রিমেন্ট ধরে এই মাসে কর্তন বাড়ানো যাবে না)।
৪। জিপিএফ কারেকশন করবেন (আপনার প্রয়োজনমত, কমাতে হলে কমাবেন, বাড়াতে হলে বাড়াবেন)।
৫। এরপর ছবি ১নং ছবির Go বাটনে ক্লিক করে চেক করে দেখতে হবে সব ঠিক আছে কিনা, তারপর Submit বাটনে ক্লিক করলে আগের মতই মোবাইলে Code যাবে যেটি বসায়ে পুনরায় Submit করলে নিচের ছবির মত পেজ আসবে।
৬। আপনার বিলটি submitted হয়ে যাবে (নিচের ছবির মত উপরে fiscal year 2020-2021 সিলেক্ট করে দেখতে পাবেন) যা DDO এর অনুমোদনের অপেক্ষায় থাকবে এবং OK ক্লিক করলে বিলের পিডিএফ জেনারেট হবে টোকেন নম্বর ছাড়া, DDO বিলটি Forward করলে টোকেন নম্বর বসবে যা পরবর্তীতে আপনি লগইন করে দেখতে পারবেন।