EFT and OTP Transmission 2025 । iBAS++ রেজিস্ট্রেশনে মোবাইল নম্বর একই হওয়া কেন জরুরী?
সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধের পদ্ধতি অনলাইন ভিত্তিক হওয়ার ফলে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস খুবই গুরুত্বপূর্ণ-EFT and OTP Transmission 2025
একটি বিষয় লক্ষ্যনীয় যে, আপনি ফিক্সেশন বা অনলাইন বেতন নির্ধারণীতে যে মোবাইল নম্বর দিয়েছেন ঠিক একই মোবাইল নম্বর iBAS++ রেজিষ্ট্রেশনেও ব্যবহার করতে অন্যথায় ওটিপি জটিলতায় পড়তে পারেন অথবা রেজিষ্ট্রেশন বিফল হতে পারে।
iBAS++ এর অফিসারদের database এর মধ্যে প্রত্যেক কর্মকর্তার Mobile at Payee এবং Mobile at User এ দুটি মোবাইল নম্বর উল্লেখ থাকে ৷ Mobile at Payee এবং Mobile at User এর মোবাইল নম্বর এক হতে হবে ৷ Mobile at Payee এবং Mobile at User এর মোবাইল নম্বর এক না হলে iBAS++ এ Self Drawing অফিসার হিসাবে নিবন্ধন করতে বাধাগ্রস্থ করবে ৷
মোবাইল নম্বরের ভিন্নতা হলে EFT মেসেজ পাবেন এক মোবাইল নম্বরে আবার Online Pay Bill সাবমিট করতে ৪ সংখ্যার OTP (One Time Password) মেসেজ পাবেন আরেক মোবাইল নম্বরে ৷
Mobile at Payee তে উল্লেখিত মোবাইল নম্বরে EFT Transmit হওয়ার SMS পেয়ে থাকেন৷ আবার Mobile at User তে উল্লেখিত মোবাইল নম্বরে Online Pay এবং Festival bill সাবমিট করতে ৪ সংখ্যার PIN কোড বা OTP (One Time Password) পেয়ে থাকেন ৷
এসডিও রেজিস্ট্রেশনের সময় মোবাইল নম্বর ফিক্সেশন ও ইএফটি একই হতে হবে
একই মোবাইল নম্বর হলে একই সেট থেকে EFT মেসেজ এবং Online Pay & Festival Bill এর OTP মেসেজ পেয়ে যাচ্ছেন ৷
What is the SDO Mobile Number Change Process?
মোবাইল ও ইমেইল পরিবর্তন এবং ভেরিফিকেশন এর কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার জন্য, লগ-ইন এর পর উপরে প্রদর্শিত ইউজার লগ-ইন আইডিতে ক্লিক করে “Identity Status” সেকশনের নির্ধারিত লিঙ্ক এ ক্লিক করুন। এছাড়া ও “Change Request Management” মেনুর মাধ্যমে মোবাইল, ইমেইল ও এককালীন পাসওর্য়াড (OTP) প্রাপ্তির মাধ্যম এর Change Request আবেদন করতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ডিডিও আবেদনটি হিসারক্ষণ অফিসে প্রেরন (Forward) করলে হিসারক্ষণ অফিস কর্তৃক অনুমোদন করতে হবে। বিঃদ্রঃ শুধুমাত্র বর্হিঃ বাংলাদেশ অবস্থানকালীন সময়ে “ই-মেইল” এ এককালীন পাসওর্য়াড (OTP) প্রাপ্তির মাধ্যম এর Change Request কার্যক্রম প্রযোজ্য হবে।