যে সকল Self Drawing Officer অনলাইনে আইবাস++ সিস্টেমে বেতন বিল দাখিল করছেন তাদের Master Data মেন্যু এর অধীনে Servicer Stage management সাব মেন্যুতে Attachment (সংযুক্তি) এবং PRL অপশন সংযুক্ত করা হয়েছে-iBAS++ Attachment/PRL Entry Process 2024
Self Drawing Officer গণ সংযুক্তিতে নিয়োজিত থাকলে বা PRL এ গমন করলে সংশ্লিষ্ট আদেশ (প্রযোজ্য ক্ষেত্রে) আপলোড করবেন। সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস আপলোডকৃত আদেশ যাচাই করে অনুমোদন করলে স্বয়ংক্রিয়ভাবে বিধি মোতাবেক উক্ত কর্মকর্তার প্রাপ্যতা নির্ধারিত হয়ে যাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
নম্বর: ০৭.০৩.০০০০.১৯.৪০৭.১৬.৭৪৮; তারিখ: ২৭/০৭/২০২০
বিষয়: Self Drawing officer কর্তৃক Attachment (সংযুক্তি)/PRL সংক্রান্ত তথ্যাদি অনলাইনে দাখিল প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, যে সকল Self Drawing Officer অনলাইনে আইবাস++ সিস্টেমে বেতন বিল দাখিল করছেন তাদের Master Data মেন্যু এর অধীনে Servicer Stage management সাব মেন্যুতে Attachment (সংযুক্তি) এবং PRL অপশন সংযুক্ত করা হয়েছে। Self Drawing Officer গণ সংযুক্তিতে নিয়োজিত থাকলে বা PRL এ গমন করলে সংশ্লিষ্ট আদেশ (প্রযোজ্য ক্ষেত্রে) আপলোড করবেন। সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস আপলোডকৃত আদেশ যাচাই করে অনুমোদন করলে স্বয়ংক্রিয়ভাবে বিধি মোতাবেক উক্ত কর্মকর্তার প্রাপ্যতা নির্ধারিত হয়ে যাবে।
শীঘ্রই বর্ণিত সাব মেন্যুতে Leave (ছুটি), Suspension (সাময়িক বরখাস্ত), ডেপুটেশন, লিয়েন সংক্রান্ত অপশন যোগ করা হবে এবং একই প্রক্রিয়ায় কর্মকর্তাগণ সংশ্লিষ্ট আদেশ আপলোড করতে পারবেন এবং হিসাবরক্ষণ অফিস সঠিকতা যাচাই করে তা অনুমোদন করতে পারবেন।
বিধিবর্হিভূত দাবী এড়ানোর জন্য সকল Self Drawing কর্মকর্তাগণকে Attachment (সংযুক্তি)/PRL সংক্রান্ত তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে) আপলোড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৯৩৬০৮৫৯
Self Drawing Officer কর্তৃক Attachment (সংযুক্তি)/PRL সংক্রান্ত তথ্যাদি অনলাইনে এন্ট্রি করতে হবে: ডাউনলোড
Entry Process: Login to ibas++>Service Stage management>Attachment/PRL click>NID>GO> Information Entry and Order Scan Copy Upload >Save and Approved by DDO or Accounts Officer.