চলতি মাসে গত মাসের বেতন, ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা ইতোমধ্যে প্রদান করা হয়েছে-এখন চলতি মাসে মাস শেষ হওয়ার আগেই বেতন বিল দাখিল করা যাচ্ছে–IBAS++ March Paybill 2025
ঈদ ছুটির কারণে অগ্রিম বেতন? হ্যাঁ। সরকারি কর্মচারীদের মধ্যে প্রচলিত একটি ধারণা রয়েছে যে, ঈদ বা উৎসবের মাসের শেষে দিকে অর্থাৎ ২০ তারিখের পর যে কোন সময় ঈদ বা উৎসব অনুষ্ঠিত হলে সরকার তার নিজ ইচ্ছায় উক্ত মাসের বেতন মাস শেষ হওয়ার পূর্বেই পরিশোধ করতে পারে কিন্তু বিষয়টি ঠিক নয়। আসুন একটু জেনে নিই নন-গেজেটেড কর্মচারীদের বেতন কেন ঈদের আগে দেওয়া হয়।
নতুন কি পরিবর্তন আনা হয়েছে?–সংশোধিত আদেশে বলা হয়েছে যে, “একজন নবনিযুক্ত কর্মচারী উৎসব অনুষ্ঠিত হওয়ার তারিখের পূর্ববর্তী যে তারিখেই চাকুরিতে যােগদান করুক না কেন তিনি যােগদানকৃত পদের মূলবেতনের সমপরিমান অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন”। কিন্তু পূর্বের আদেশে বলা হয়েছে, “একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার পূর্ববর্তী মাসে যত তারিখেই যোগদান করুক না কেন যোগদানকৃত পদের মূলবেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসাবে প্রাপ্য হবেন”।
বেতন কি অগ্রিম দেওয়া যায়? বাংলাদেশ ট্রেজারি রুলস এস.আর ১১৩। (১) যদি কোন মাসের প্রথম ছয় দিন সরকারি ছুটি থাকে এবং যদি উক্ত দিনগুলিতে ব্যাংকে বেতন ও ভাতাদি পরিশোধ করা না হয়, তাহা হইলে সরকার ইচ্ছা করিলে গেজেটেড কর্মকর্তা ব্যতীত অন্যান্যদের বেতন বিল ছুটির পূর্বের শেষ কর্মদিবসে পরিশোধের জন্য নির্দেশ দিতে পারেন। সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অন্যান্য কর্তৃপক্ষ তাঁহাদের নিজস্ব ও অধস্তন অফিসের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করিতে পারেন। (২) বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিতে নির্ধারিত যে কোন শর্ত শিথিল করিতে পারেন। ব্যাখ্যা: সরকার এই বিধির যে কোন শর্ত শিথিল করিতে পারেন। সরকারি ছুটি ছয় দিনের কম থাকার ক্ষেত্রেও সরকার বেতন ভাতাদি প্রদানের আদেশ দিতে পারেন।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিল দাখিল করা যাচ্ছে/ আইবাস++ অপশন খুলে দিয়েছে
সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর মার্চ/২০২৫ মাসের বেতন বিল এবং পেনশন দাখিল এবং ২৩-০৩-২০২৫ খ্রি. এর মধ্যে প্রদান সংক্রান্ত অর্থ মন্ত্রনালয়ের ০৯-০৩-২০২৫ খ্রি. এর নির্দেশনা।
Caption: ibas++ Pay bill
Pay Bill Submit 2025 । অনলাইনে কিভাবে বিল দাখিল করতে হয় দেখুন
- Step-1- Budget Execution>Online Pay bill>Employee Pay bill Entry
- Step-2 Select DDO, Fiscal Year, Month of Salary, Month of Accounting, Employee Type, bill Group>GO>Select All>Save
- Step-3-Click Employee Pay bill Submission>Select Fiscal year, Month of Accounting, DDO>Submit
আইবাস++ এ কিভাবে বেতন বিল দাখিল করতে হয়?
আইবাস++ এ বেতন বিল দাখিল করতে হলে, নির্দিষ্ট পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। বেতন বিল শুরুর বছর এবং মাস নির্বাচন করতে হবে। কর্মচারীর লিঙ্গ, জন্ম তারিখ, ধর্ম, এবং ইমেইল ঠিকানা লিখতে হবে। কর্মচারীদের ডাটাবেজের ভিত্তিতে বেতন বিল স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে। কর্মকর্তা ও ডিডিওগণ অনলাইনে বেতন বিল দাখিল করতে পারবেন। ভ্রমণ ভাতা বিলসহ অন্যান্য বিলও অনলাইনে দাখিল করা যাবে। আইবাস++ এ বেতন বিল দাখিল করার জন্য, কর্মচারীদের ডাটাবেজ থাকতে হবে। আইবাস++ এ থাকা কর্মচারীদের ডাটাবেজের ভিত্তিতে বেতন বিল স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে। আইবাস++ এ থাকা মডিউল প্রযোজ্য ক্ষেত্রে বাজেট যাচাই করবে এবং বরাদ্দের অতিরিক্ত খরচ রোধ করবে।