বাংলাদেশ সরকার EFT সেবা চালুর হওয়ার ফলে বিল দাখিল প্রক্রিয়া এখন অনেক সহজতর হয়ে গেছে। আইবাস++ এ বোনাস বিল দাখিলের মাত্র ৬-৭ তিন ঘন্টার মধ্যে অনেক কর্মকর্তার বোনাস বিল পাস হয়ে তাদের ব্যাংক হিসাবে টাকা ঢুকে যাচ্ছে।
বেতন ভাতাদি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজেশন হওয়ার ফলে সকল কর্মকর্তাগণই এখন অনলাইনে বেতন দাখিল করতে পারেন, হোক সে উপজেলা লেভেল বা বিভাগীয় পর্যায়ে কর্মরত। তবে কর্মচারীদের বেতন ভাতাদি ইএফটি এর মাধ্যমে প্রদানের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও পর্যায়ক্রমে এ সুবিধা সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারী ভোগ করতে পারবেন।
সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি ইএফটিতে আসলে তারা ঋণ সুবিধার আওতায় আসবে তাই যত তারাতারি সরকারি কর্মচারীদের বেতন ভাতা অনলাইনে পরিশোধের ব্যবস্থা নিবে, কর্মচারীগণ তাতে কিছুটা হলে স্বস্থির নিশ্বাস ফেলতে পারবে।
কোন কোন হিসাব রক্ষণ হার্ড কপি ছাড়া এখনও কর্মকর্তা বা কর্মচারীদের কোন প্রকার বিলই পাশ করছেন না, তবে এটি বেশি দিনের জন্য প্রচলিত থাকবে না। একটি সময় সকল হিসাবরক্ষণ অফিসই হার্ড কপি ছাড়া বিল পাশ করবে। আবার কারও বিল হিসাব রক্ষণ অফিস মাত্র ২-৩ ঘন্টায় পাশ করে দিচ্ছে।
বিল সাবমিট করে এক দিনেই বেতন ব্যাংকে ঢুকে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। সাধারণত বিল দাখিলের ১-৩ দিনের মধ্যে ব্যাংক হিসাব টাকা ঢুকে এটিই স্বাভাবিক ঘটনা। তবে এটি স্বীকার করতেই হবে আইবাস++ ব্যবহারের ফলে বিল পরিশোধ প্রক্রিয়া সহজতর হয়ে গিয়েছে।