আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

EFT and OTP Transmission । iBAS++ রেজিস্ট্রেশনে মোবাইল নম্বর একই হওয়া কেন জরুরী?

সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধের পদ্ধতি অনলাইন ভিত্তিক হওয়ার ফলে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস খুবই গুরুত্বপূর্ণ।

একটি বিষয় লক্ষ্যনীয় যে, আপনি ফিক্সেশন বা অনলাইন বেতন নির্ধারণীতে যে মোবাইল নম্বর দিয়েছেন ঠিক একই মোবাইল নম্বর iBAS++ রেজিষ্ট্রেশনেও ব্যবহার করতে অন্যথায় ওটিপি জটিলতায় পড়তে পারেন অথবা রেজিষ্ট্রেশন বিফল হতে পারে।

iBAS++ এর অফিসারদের database এর মধ্যে প্রত্যেক কর্মকর্তার Mobile at Payee এবং Mobile at User এ দুটি মোবাইল নম্বর উল্লেখ থাকে ৷ Mobile at Payee এবং Mobile at User এর মোবাইল নম্বর এক হতে হবে ৷ Mobile at Payee এবং Mobile at User এর মোবাইল নম্বর এক না হলে iBAS++ এ Self Drawing অফিসার হিসাবে নিবন্ধন করতে বাধাগ্রস্থ করবে ৷

মোবাইল নম্বরের ভিন্নতা হলে EFT মেসেজ পাবেন এক মোবাইল নম্বরে আবার Online Pay Bill সাবমিট করতে ৪ সংখ্যার OTP (One Time Password) মেসেজ পাবেন আরেক মোবাইল নম্বরে ৷

Mobile at Payee তে উল্লেখিত মোবাইল নম্বরে EFT Transmit হওয়ার SMS পেয়ে থাকেন৷ আবার Mobile at User তে উল্লেখিত মোবাইল নম্বরে Online Pay এবং Festival bill সাবমিট করতে ৪ সংখ্যার PIN কোড বা OTP (One Time Password) পেয়ে থাকেন ৷

একই মোবাইল নম্বর হলে একই সেট থেকে EFT মেসেজ এবং Online Pay & Festival Bill এর OTP মেসেজ পেয়ে যাচ্ছেন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *