বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

Govt Double Increment for Programmer 2025। আইসিটি ডিগ্রীধারী নন-ক্যাডার ১টি অগ্রিম ইনক্রিমেন্ট-ই প্রাপ্য হবেন

যোগদানের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিবেচনায় একটি ইনক্রিমেন্ট পেলেও পে স্কেলের শিক্ষাগত যোগ্যতার জন্য আরও একটি ইনক্রিমেন্ট প্রদান করা যাবে না- Govt Double Increment for Programmer 2025

এখন কি তাহলে দুটি ইনক্রিমেন্ট পাবেন? সহকারী প্রোগ্রামার পদে সরাসরি নবম গ্রেডে (নন-ক্যাডার পদে) নিয়োগপ্রাপ্তদের ০১ টি অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্ট এবং উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে কম্পিউটার বিজ্ঞান বা ICT সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রিকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সমতুল্য বিবেচনায় আরও ০১ টি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান সংক্রান্ত পত্র জারি করা হয়।

যোগদানের সময়ই একটি ইনক্রিমেন্ট পাবেন? হ্যাঁ। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ এর উপানুচ্ছেদ (৫) (ক) বিধান মোতাবেক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশক্রমে সরাসরি ৯ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বিবেচ্য সহকারী প্রোগ্রামারগণ ৯ম গ্রেডে প্রথম নিয়োগের সময় ১ (এক)টি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হবেন।

শিক্ষাগত যোগ্যতার জন্য কি আরও একটি পাবে না? না। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী সহকারী প্রোগ্রামার পদের শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ নন-ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং উভয় ডিগ্রির উল্লেখ থাকায় চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ এর উপানুচ্ছেদ (১) (ক) এ বর্ণিত শর্ত মোতাবেক তাদের অনুকুলে প্রস্তাবিত আরও ১ টি অগ্রিম বেতন বৃদ্ধি প্রদানের কোন সুযোগ নেই।

প্রোগামার বা আইসিটি ডিগ্রী ধারী কয়টি ইনক্রিমেন্ট পাবেন? ১ টি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন

ICT ডিগ্রীধারী নন-ক্যাডার ১টি অগ্রিম ইনক্রিমেন্ট-ই প্রাপ্য হবেন

ICT ডিগ্রীধারী নন-ক্যাডার ১টি অগ্রিম ইনক্রিমেন্ট-ই প্রাপ্য হবেন: ডাউনলোড

বেতন ও ভাতাদি আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ এর উপ অনুচ্ছেদ (১) (ক) তে কি আছে?

১২। প্রথম নিয়োগ প্রাপ্তিতে বেতন।- (১) ১ জুলাই ২০১৫ তারিখে অথবা উহার পরে নিয়োগপ্রাপ্ত কোন কর্মচারীকে, বদলি বা পদোন্নতি ব্যতিরেকে, নিয়োগকৃত পদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০১৫ এ নির্ধারিত স্কেলে ন্যূনতম বেতন উপ-অনুচ্ছেদ (৩) এ বর্ণিত বিধান সাপেক্ষে, প্রদান করা হইবে এবং প্রথম নিয়োগের পদটি যদি জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ২২০০০৫৩০৬০- (৯ম গ্রেড) বা তদূর্ধ্ব স্কেলের হয়, তাহা হইলে-

(ক) একজন এমএস ডি.বি.বি.গ্রিধারী বা ব্যাচেলর অব আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সরকার কর্তৃক স্বীকৃত সমপর্যায়ের ডিগ্রিধারীকে ১ (এক) টি অগ্রিম বেতনবৃদ্ধি প্রদান করা হইবে, যদি এইরূপ ডিগ্রি সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে;

(খ) যে সকল ব্যক্তির ইঞ্জিনিয়ারিং বা স্হাপত্যবিদ্যায় ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রিসহ সরকার কর্তৃক এতদুদ্দ্যেশ্যে স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান (ইনস্টিটিউট) হইতে ফিজিক্যাল প্ল্যানিং এ ডিগ্রি রহিয়াছে, অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি রহিয়াছে এবং যদি এইরূপ ডিগ্রি সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে, সেই সকল কর্মচারীকে ২ (দুই)টি অগ্রিম বেতনবৃদ্ধি প্রদান করা হইবে;

(গ) কোন কর্মচারী যদি কোন চিকিৎসা অনুষদের লাইসেন্সধারী হন এবং যদি উক্ত লাইসেন্স তাঁহার পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে, তাহা হইলে উক্ত কর্মচারী নিয়োগ লাভের সময় ১ (এক) টি অগ্রিম বেতনবৃদ্ধি পাইবেন।

বিএসসি থাকলেই পাওয়া যাবে কি? না। বিএসসি ডিগ্রি থাকলেই হবে না; ডিগ্রিটি উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *